For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ফ্রিজে ঢুকিয়ে অপহরণ নবতিপর বৃদ্ধকে, পরে হত্যা

৯১ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে অপহরণ করে হত্যার অভিযোগ। ঘটনাটি দিল্লির। এখানেই ঘটনার শেষ নয়। ওই বৃদ্ধকে অপহরণ করা হয় ফ্রিজের মধ্যে করে।

  • |
Google Oneindia Bengali News

৯১ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে অপহরণ করে হত্যার অভিযোগ। ঘটনাটি দিল্লির। এখানেই ঘটনার শেষ নয়। ওই বৃদ্ধকে অপহরণ করা হয় ফ্রিজের মধ্যে করে। টেম্পোয় সেই ফ্রিজ দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস থেকে নিয়ে যায় ওই বৃদ্ধের কাজের লোক। পরে তাঁকে চারজন মিলে হত্যা করে। এরপর টিগ্রির পরিত্যক্ত জমিতে পুঁতে দেওয়া হয়। ঘটনাটি শনিবার রাতের।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিষাণ খোসলার বাড়ি থেকে ফ্রিজ ছাড়াও গয়না এবং নগদ টাকাও চুরি করা হয়েছে। মৃতের ছেলে বাড়িতে ফিরে মা স্বরোজ খোাসলাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান রবিবার সকালে। এরপরেই পুলিশে খবর দেন তিনি।

দিল্লিতে ফ্রিজে ঢুকিয়ে অপহরণ নবতিপর বৃদ্ধকে, পরে হত্যা

বৃদ্ধের স্ত্রী স্বরোজ খোসলা অভিযোগ করে বলেছেন, তাদের কাজের লোক, যার নামও কিষাণ, চায়ের সঙ্গে নেশার অষুধ মিশিয়ে দেয় শনিবার রাতে। ওই কাজের লোক আদতে বিহারের বাসিন্দা হলে, সে থাকে কাছেই সনগাম বিহারে।

এলাকার এক নিরাপত্তা রক্ষী জানিয়েছেন, তারা দেখেছেন কাজের লোক টেম্পোয় ফ্রিজ নিয়ে যাচ্ছে। তবে সে নিরাপত্তারক্ষীদের জানায় ফ্রিজটি সে সারানোর জন্য নিয়ে যাচ্ছে। পুলিশের সন্দেহ সেই ফ্রিজের মধ্যেই ওই বৃদ্ধকে আটকে রাখা হয়েছিল।

[আরও পড়ুন: নারদ মামলায় ইকবালের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টে][আরও পড়ুন: নারদ মামলায় ইকবালের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টে]

কিষাণ এবং স্বরোজ খোসলা গত কয়েকমাস ধরে গ্রেটার কৈলাসে ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন। তাঁদের এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। অপরজন ব্যবসা করে। তবে সে কাছেই আলাদা থাকে।

 [আরও পড়ুন: আদালতের অনুমতি ছাড়া ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হবে না, জানাল মেট্রো কর্তৃপক্ষ] [আরও পড়ুন: আদালতের অনুমতি ছাড়া ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হবে না, জানাল মেট্রো কর্তৃপক্ষ]

English summary
A 91-year-old retired government employee, who was kidnapped by his domestic help who locked him in a refrigerator and carried it away in a tempo from South Delhi's posh Greater Kailash area on Saturday night, was murdered by four people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X