For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যের ৯১জন কৃষক জানালেন স্বেচ্ছ্বামৃত্যুর আবেদন, শুরু হইচই

স্বেচ্ছ্বামৃত্যু বা ইউথানাসিয়ার আবেদন জানালেন মহারাষ্ট্রের ৯১জন কৃষক। রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের কাছে গিয়ে চিঠি দিয়ে মহারাষ্ট্রের বুলধানার কৃষকরা এই আবেদন জানিয়ে এসেছেন।

  • |
Google Oneindia Bengali News

স্বেচ্ছ্বামৃত্যু বা ইউথানাসিয়ার আবেদন জানালেন মহারাষ্ট্রের ৯১জন কৃষক। রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের কাছে গিয়ে চিঠি দিয়ে মহারাষ্ট্রের বুলধানার কৃষকরা এই আবেদন জানিয়ে এসেছেন। পাশাপাশি সাব ডিভিশনাল অফিসে গিয়েও আবেদন জানিয়েছেন এই কৃষকেরা।

বিজেপি শাসিত রাজ্যের ৯১জন কৃষক জানালেন স্বেচ্ছ্বামৃত্যুর আবেদন, শুরু হইচই

মহারাষ্ট্রে বহুদিন ধরেই কৃষকদের অবস্থা বেশ শোচনীয়। তার উপরে গত কয়েকবছরে ভালো বৃষ্টিপাত না হওয়ায় অবস্থা চরমে উঠেছে। কৃষকরা ফসলের দাম পাননি। এছাড়া ক্ষতিপূরণের টাকাও অনেকের কপালে জোটেনি বলে অভিযোগ।

সম্প্রতি ৫০ হাজার কৃষক পদযাত্রা করে মুম্বইয়ে গিয়ে বিক্ষোভ দেখিয়ে আসেন। সরকারের তরফে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ পদক্ষেপ করার আশ্বাসে বিক্ষোভ উঠলেও কেউই বিশেষ আশাবাদী নন।

ঘটনা হল, এই মাসেই সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়েছে, কোনও রোগাক্রান্ত ব্যক্তি, যদি সারানো যায় না এমন শারীরিক অবস্থা বা কোমায় চলে যান, সেক্ষেত্রে তাঁর ইচ্ছার সম্মতিতে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দেওয়া যাবে।

এক্ষেত্রে বেঁচে থাকা অবস্থায় আগে থেকে কেউ ঠিক করে যেতে পারবেন তাঁর অসুস্থতার সময়ে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হবে নাকি তা সরিয়ে ফেলা হবে। যাতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারেন। তবে নির্দিষ্ট শর্তাবলির মধ্য দিয়ে এই নিয়ম মানতে হবে বলেও সতর্ক করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কেন্দ্রকে উপযুক্ত আইন প্রণয়নের কথাও বলা হয়েছে।

English summary
After protest march in Mumbai, 91 Maharashtra farmers seek permission for euthanasia before governor C Vidyasagar Rao
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X