For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে ৯ হাজার, মহারাষ্ট্রে ৫০ হাজার সংক্রমণ ছুঁইছুঁই! করোনার জেরে ক্রমেই বাড়ছে লকডাউনের আশঙ্কা

Google Oneindia Bengali News

মুম্বইতে এই প্রথমবার করোনায় আক্রান্তের দৈনিক সংখ্যা ৯ হাজারের গণ্ডি পার করল। জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় মুম্বইতে মারা গিয়েছে ২৭ জন। এদিন মোট ৯ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত হয় মুম্বইতে। এদিকে এদিন মুম্বইতে সুস্থ হয়েছে ৫ হাজার ৩৩২ জন। মুম্বইতে সুস্থতার হার ৮৩ শতাংশ। বর্তমানে মুম্বইতে করোনার সক্রিয় রোগী ৬২ হাজার ১৮৭ জন।

করোনার জেরে মুম্বইতে ক্রমেই বাড়ছে লকডাউনের আশঙ্কা

এদিকে মহারাষ্ট্র জুড়ে এদিন করোনা সংক্রমিত হয়েছে ৪৯ হাজার ৪৪৭। এছাড়া রাজ্য জুড়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২৭৭ জন। এদিকে আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলা আইপিএল-এর উপরেও করোনার থাবা পড়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ জন গ্রাউন্ডসম্যান করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামের আইপিএলের ১৪ তম মরশুমের প্রথম ১০টি খেলা হওয়ার কথা। তবে যা পরিস্থিতি তাতে তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে রেকর্ড সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে৷ সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে৷ এই অবস্থায় রাজ্যে নতুন করে লকডাউনের সম্ভাবনা উড়য়ে দিচ্ছেন না, শুক্রবার জানিয়ে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ উদ্ধব এই বিষয়ে গতকাল বলেন, 'বর্তমানে কোভিড পরিস্থিতি যেখানে রয়েছে তাতে নতুন করে লকডাউনের সম্ভাবনা উড়য়ে দেওয়া যাচ্ছে না৷ আমরা এক কঠিন অবস্থার মুখোমুখি৷ কোন দিকে তাকাব, অর্থনীতি না স্বাস্থ্য?'

রাজ্যবাসীকে উদ্ধবের হুঁশিয়ারি, 'এই পরিস্থিতি যদি আগামী ১৫ দিন ধরে চলতে থাকে, তবে যাবতীয় পরিষেবা ভেঙে পড়বে৷ অতএব, আজ আমি সতর্ক করছি, এখনও লকডাউন ঘোষণা করিনি, কিন্তু আগামী দু-দিনে যদি সকলের সঙ্গে কথা বলেও অন্য পথ না পাওয়া যায়, তবে আমার কাছেও অন্য উপায় থাকবে না৷'

English summary
9090 infected with coronavirus in Mumbai, almost 50 thousand in Maharashtra in last 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X