For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজি পোড়াতে গিয়ে কেরলের পুট্টিঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১০২, আহত ৩৫০

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কোল্লাম (কেরল), ১০ এপ্রিল : কেরলের কোল্লাম জেলার পারাভুর পুট্টিঙ্গল মন্দিরে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত কমপক্ষে ১০২ এবং আহত ৩৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোররাত ৩ টে নাগাদ মন্দির লাগোয়া একটি মাঠে উৎসব উপলক্ষে জড়ো হয়েছিলেন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ। বাজি পোড়ানো চলছিল সেখানে।

বাজি পোড়াতে গিয়ে কেরলের পুট্টিঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১০২, আহত ৩৫০

পুলিশের তরফে জানানো হয়েছে, বাজি ফাটানোর সময় বাডির ফুলকি একটি বস্তাভর্তি করে রাখার বাজিতে গিয়ে পরে। আর তার থেকেই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে দৌড়দোড়ি শুরু হয়ে যায়, ফলে অনেকে পদপিষ্টও হয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করে, সেইশব বাজির প্রতিযোগিতা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কী করে প্রকাশ্যে তা করা হচ্ছিল।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারর প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।কেরলের মুখ্যমন্ত্রী ওমান চণ্ডী এলাকায় ছুটে যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেম মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের পরিবরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।

আগুনের ফলে পুট্টিঙ্গল মন্দিরের ছাদের একাংশ ভেঙে পড়েছে।

হেল্পলাইন নম্বর হল : ০৪৭৪ ২৫১২৩৪, ৯৪৯৭৬০৭৭৮, ৯৪৯৭৩০৮৬৯

English summary
90 Dead, 350 Injured In Fire At Puttingal Temple In Kerala's Kollam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X