For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমকেও এখন অন্য চোখে দেখছে বিজেপি! কেন্দ্রীয় বাহিনীর বহরে আশঙ্কার ছবি

অসমে ভোট হতে চলেছে তিন দফায়। আর এই ভোটের কাজে নির্বিঘ্নে সম্পন্ন করতে কমপক্ষে ৯০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে।

  • |
Google Oneindia Bengali News

অসমে ভোট হতে চলেছে তিন দফায়। আর এই ভোটের কাজে নির্বিঘ্নে সম্পন্ন করতে কমপক্ষে ৯০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মাঝে মধ্যেই সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনে সেখানে আরও বাহিনী পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

অসমকেও এখন অন্য চোখে দেখছে বিজেপি! কেন্দ্রীয় বাহিনীর বহরে আশঙ্কার ছবি

অসমের ডিজিপি কুলধর শইকিয়া সংবাদ মাধ্যমকে বলেছেন, ভোট কেন্দ্রগুলি কতটা স্পর্শকাতর তার ওপর নির্ভর করে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। রাজ্যের ২৮, ১৪৩ টি বুথের মধ্যে ১৯১৩ টিকে ক্রিটিক্যাল বলা হয়েছে। অন্য ৩৬৬৩ টি বুথকে অতি স্পর্শকাতর বলা হয়েছে। উত্তেজনাপ্রবণ স্থান হিসেবে ৬৯৯ টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। এর সঙ্গে রয়েছে ৭৩৫ টি প্রত্যন্ত এলাকা। যেখানে ফোন সংযোগ নেই।

সিইও মুকেশ সাহু জানিয়েছেন, বুথ যেখানে ৯০ শতাংশ ভোট পড়েছে অথবা যে বুথে একপ্রার্থী ৭৫ শতাংশ ভোট পেয়েছিলেন সেগুলিক ক্রিটিক্যাল বলা হয়েছে। জঙ্গি অধ্যুষিত এবং গোষ্ঠী সংঘর্ষ অধ্যুষিত এলাকাগুলিকে অতি স্পর্শকাতরের মধ্যে ফেলা হয়েছে।

রাজ্যের পুলিশ প্রধান বলেছেন, তিনি পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে পাশের রাজ্য সরকারের সঙ্গে একসঙ্গে অভিযান চালানো হচ্ছে। বাদ যায়নি সোশ্যাল মিডিয়াও। তার ওপরও চলছে কড়া নজরদারি।

English summary
90 companies of Paramilitary forces to be deployed in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X