For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু প্রসাদের উপর 'করোনা ফাঁড়া', আক্রান্ত ৯ জন রক্ষী! ফের টেস্ট হবে আরজেডি প্রধানের

Google Oneindia Bengali News

রাষ্ট্রীয় জনতা দল তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের নিরাপত্তারক্ষীদের মধ্যে ৯ জন করোনা ভাইরাস আক্রান্ত। এই খবর প্রকাশ্যে আসার পরেই ওই নিরাপত্তারক্ষীদের আপাতত কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে। সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর জেরে আশঙ্কায় রয়েছে যাদব পরিবার। ফের একবার লালুর করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

লালুর দেখভালের দায়িত্বে থাকাদের করোনা

লালুর দেখভালের দায়িত্বে থাকাদের করোনা

কয়েকদিন আগেই রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি ছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। কয়েক সপ্তাহ আগে সেখানেই লালুর দেখভালের দায়িত্বে থাকা তিনজনের শরীরে করোনা ভাইরাস মিলেছিল।

তবে সেই সময় লালু রিপোর্ট নেগেটিভ আসে

তবে সেই সময় লালু রিপোর্ট নেগেটিভ আসে

সেই সময়ও লালুর করোনা পরীক্ষা করা হয়, তবে তখন রিপোর্ট নেগেটিভ আসে। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই ফের করোনা পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে লালু প্রসাদ যাদবকে। কারণ এবার তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও লালুর সান্নিধ্যে এই রক্ষীরা আসেননি বলেই জানা গিয়েছে।

লালুর উপর বিশেষ নজর

লালুর উপর বিশেষ নজর

রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালের সুপারিনটেনডেন্ট বিবেক কাশ্যপ জানিয়েছেন, লালু প্রসাদ যাদব যাতে কোনোভাবেই সংক্রামিত না হতে পারেন তার জন্য বিশেষ খেয়াল রাখা হচ্ছে। তাঁর স্বাস্থ্যের নজরদারি রাখতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাঁচির জেলে বন্দি থাকলেও ভিআইপি হালে আছেন লালু

রাঁচির জেলে বন্দি থাকলেও ভিআইপি হালে আছেন লালু

প্রসঙ্গত, লালু প্রসাদ যাদব রাঁচির জেলে বন্দি থাকলেও, শুরু থেকেই চিকিৎসার অজুহাত দিয়ে রিমস হাসপাতালে আছেন। সাজা ঘোষণার পরেই ওনার মধ্যে অনেক রোগ পাওয়া যায়, আর সেই কারণে উনি হাসপাতালে চিকিৎসারত। লালুকে করোনা থেকে বাঁচাতে রিমস-এ ভিভিআইপি ব্যবস্থা করানো হয়। পরে কেলি ডিরেক্টরস বাংলোতে স্থানান্তরিত করা হয় তাঁকে।

<strong>করোনা পরীক্ষার নিরিখে বড় রাজ্যগুলির মধ্যে একেবারে তলানিতে বাংলা, পিছিয়ে বিহারের চেয়েও</strong>করোনা পরীক্ষার নিরিখে বড় রাজ্যগুলির মধ্যে একেবারে তলানিতে বাংলা, পিছিয়ে বিহারের চেয়েও

English summary
9 security personnel working for RJD chief Lalu Prasad Yadav tested positive for novel coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X