For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ কিলোমিটার রাস্তাই বিজেপিকে ডোবাল, জানালেন কৈরানের বিজয়ী প্রার্থী

মোদীর ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে উদ্বোধন নিয়ে কৈরানের জয়ী প্রার্থী তবস্সুম হাসান বলেন, ৯ কিলোমিটারের রাস্তা বিজেপিকে শুধু ৯ মিনিটের লিড দিতে পারে।

Google Oneindia Bengali News

'৯ কিলোমিটারের রাস্তা বিজেপিকে শুধু ৯ মিনিটের লিড দিতে পারে।' কৈরানে বিজেপিকে হারানোর পরই তবস্সুম হাসান একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য নির্মিত ইস্টার্ণ পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ৯ কিলোমিটার দীর্ঘ রাস্তায় রোড শো-ও করেছিলেন। তাই বিজেপির ডোবার কারণ বলে আরএলডি প্রার্থীর মত।

৯ কিলোমিটার রাস্তাই বিজেপিকে ডোবাল

গত সোমবার দেশের বিভিন্ন প্রান্তে বিধানসভা লোকসভা মিলিয়ে ১৪টি আসনে উপনির্বাচন হয়েছিল। যার একটি ছিল উত্তরপ্রদেশের কৈরান লোকসভা কেন্দ্র। তার ঠিক আগের দিনই অর্থাত রবিবার প্রধানমন্ত্রী মোদী ইস্টার্ণ পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন। সড়ক মন্ত্রী নীতিন গড়কড়িকে নিয়ে ৯ কিমি রাস্তা হুডখোলা গাড়িতে পারি দেন প্রধানমন্ত্রী। তাঁর এই রোড শো ঘিরে ব্যাপক সাড়া মিলেছিল সাধারণ মানুষের। আশা করা গিয়েছিল এই উন্নয়নের ছবি ছাপ ফেলবে উপনির্বাচনে। বিশেষ করে যেখানে এই রাস্তার দিল্লীর সঙ্গে উত্তরপ্রদেশেরই শহর মীরাটের যোগাযোগ সহজ করার কথা।

কিন্তু বৃহস্পতিবার ফল বেরোতে দেখা যায় বিজেপির বিশাল হার হয়েছে এই কেন্দ্রে। এনিয়ে কৈরানের জয়ী প্রার্থী তবস্সুম হাসানকে প্রশ্ন করলে তিনি বলেন, 'ওই ৯ কিলোমিটার রাস্তা বিজেপিকে শুধু ৯ মিনিটেরই লিড দিতে পারবে।' তাঁর মতে প্রধামনমন্ত্রীর ওই ৯ কিলেমিটারের রোড শো মানুষ ভালভাবে নেয়নি। তারই প্রভাব পড়েছে ভোটবাক্সে। মানুষ জবাব দিয়েছেন মোদীকে।

তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেরই বক্তব্য এই সড়ক প্রকল্পটি দেশের উন্নয়নের বিষয়। এটা রাজনীতির বিষয় না। অনেক নেটিজেনেরই প্রশ্ন, তবস্সুম কী চান না উত্তরপ্রদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক? অনেকের মত, সদ্য জয়ী প্রার্থার এমন মন্তব্যে এটাই পরিষ্কার হল তাঁরা উত্তরপ্রদেশে উন্নয়নের রাজনীতি চান না, জাত পাত ধর্মের রাজনীতিই চান। সেসব ইস্যু নিয়েই মেতে থাকতে চান।

৯ কিলোমিটার রাস্তাই বিজেপিকে ডোবাল

ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ভারতের প্রথম স্মার্ট এবং সবুজ ৬-লেনের হাইওয়ে। এটি দিল্লির জ্যাম কমাবে এবং পালওয়াল, গৌতম বুদ্ধ নগর, ফরিদাবাদ ও গাজিয়াবাদের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সংযুক্ত করবে বলে সরকারের দাবি। পাশাপাশি , এটি একটি পরিবেশ-বান্ধব হাইওয়ে। লক্ষ্য ছিল ৯১০ দিনে কাজ শেষ করার। কিন্তু সে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক আগে রেকর্ড ৫০০ দিনের মধ্যেই এর কাজ সম্পন্ন করা হয়েছে। এটি পরবর্তিকালে ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে সঙ্গে যুক্ত হয়ে দিল্লির চারপাশে ২৭০ কিলোমিটার দীর্ঘ একটি রিং রোড হবে। যার ৮৭ কিলোমিটার যাবে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে, আর প্রায় ১৮৩ কিলোমিটার বিস্তৃত থাকবে হরিয়ানা রাজ্যের মধ্যে। তবে শুধু যোগাযোগের উন্নতি নয়, আরও বিভিন্ন কারণেই এই পরিবেশবান্ধব সবুজ হাইওয়েটি অত্যন্ত আকর্ষণীয়।

English summary
Winner of Kairana loksabha Tabassum Hasan says, 9 kilometer-long road could deliver only 9 minutes lead to BJP regarding the Modi's inauguration of Eastern Peripheral Expressway.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X