For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খারাপ আবহাওয়া, প্রবল ঝড়বৃষ্টিতে ৯ জন প্রাণ হারালেন দিল্লিতে

Google Oneindia Bengali News

খারাপ আবহাওয়া, প্রবল ঝড়বৃষ্টিতে ৯ জন প্রাণ হারালেন দিল্লিতে
নয়াদিল্লি, ৩১ মে : প্রবল ঝড় আছড়ে পড়েছিল দিল্লির ব্যস্ততম রাস্তায়। বাদ পড়েনি দিল্লি সংলগ্ন এলাকাও। শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টিতে প্রাণ হারালেন মোট ৯ জন। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে, বাকিরা গাজিয়াবাদের। ঝড়ের দাপটে গাছ পড়ে ও দেওয়াল ভেঙে জখম হয়েছেন ১২ জন।

এদিন বিকেল ৪ টে ৫৮ মিনিটে আছড়ে পড়ে প্রবল ঝড়, সঙ্গে বৃষ্টি ও মেঘের চোখরাঙানি। ৯২ কিলোমিটার প্রতিঘন্টা বেগে উত্তরপশ্চিমি হাওয়ার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬টি বিমান এবং বহু গাড়ি। পাকিস্তানে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এ দিনের ভয়াবহ ঝড় বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে।

সূত্রের খবর অনুযায়ী, পূর্ব দিল্লিতে ঝড়ে উড়ে আসা টিন গলায় ঢুকে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ২ জনের মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে ও অন্য দুজনের মৃত্যু হয়েছে গাছ মাথায় ভেঙে পড়ে। দিল্লি বিমানবন্দরে এক কর্মীর মৃত্যু হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে সমস্যায় পড়েন বিমানচালকরা। আবহাওয়ার কারণে বিমান অবতরণ করতে না পারায় ১২ টি উড়ানের রাস্তা পরিবর্তন করতে বাধ্য হন চালকরা। কাছাকাছি বিমানবন্দরেই ওই বিমানগুলিকে নামানো হয়।

তুমুল বৃষ্টি ও প্রবল ঝড়ের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচলও। দিল্লি শহরের নানা জায়গায় গাছ উপড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে কিছু রাস্তাও।

ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবাও। বিকেলের ব্যস্ত সময়ে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রো পরিষেবা। বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় নিত্যযাত্রীদের। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যা ছ'টা থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। আবহাওয়ার ফলে ট্রেন চলাচলও ব্যহত হয় বলে রেলের তরফে জানানো হয়েছে।

এক থেকে চার ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল দক্ষিণ, পূর্ব ও উত্তর দিল্লির বেশ কিছু এলাকায়। উত্তর ও উত্তর-পশ্চিম দিল্লির কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগে দীর্ঘক্ষণ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিনও একই রকম আবহাওয়া থাকবে।

English summary
Nine dead, after dust storm, rains in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X