For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার চাপে থাকবে চিন-পাকিস্তান, ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হচ্ছে ৮৩টি নতুন তেজস যুদ্ধবিমান

বায়ুসেনার জন্য ৮৩টি তেজস ফাইটার বিমান তৈরি করে দেওয়ার বরাত পেল হ্যাল। মাত্র ৩৯,০০০ কোটি টাকায় এই যুদ্ধবিমানগুলি তৈরি করে দেবে হ্যাল।

Google Oneindia Bengali News

ভারতীয় বায়ুসেনার জন্য ৮৩টি তেজস ফাইটার বিমান তৈরি করে দেওয়ার বরাত পেল হ্যাল। মাত্র ৩৯,০০০ কোটি টাকায় এই যুদ্ধবিমানগুলি তৈরি করে দেবে হ্যাল। অথচ আগে এই বিমান তৈরির খরচ হিসেবে ৫৬,০০০ কোটি টাকা ধরা হয়েছিল। কিন্তু দুই পক্ষের দরাদরিতে ১৭০০০ কোটি টাকা কমেই বিমানগুলি তৈরি করে দেওয়ার চুক্তি করেেছ হ্যাল।

৮৩টি তেজস ফাইটার জেট তৈরির বরাদ

৮৩টি তেজস ফাইটার জেট তৈরির বরাদ

১৭০০০ কোটি টাকা ক্ষতি স্বীকার করেই বায়ুসেনার জন্য ৮৩টি তেজস যুদ্ধ বিমান তৈরি করে দেওয়ার বরাত পেয়েছে হ্যাল। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সিলমোহরের জন্য পাঠানো হয়েছে চুক্তিটি। ৩১ মার্চের আগেই সেই চুক্তিতে সিলমোহর পড়বে বলে আশা করা হচ্ছে। চুক্তি চূড়ান্ত হয়ে গেলেই তিন বছরের মধ্যে তেজস বিমান সরবরাহ করা শুরু করে দেবে হ্যাল।

অত্যাধুনিক এই তেজস যুদ্ধ বিমান

অত্যাধুনিক এই তেজস যুদ্ধ বিমান

৩৯,০০০ কোটি টাকা খরচ হলেও এই যুদ্ধ বিমানে সবরকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। দূরে দেখার রেঞ্জ অনেক বেশি থাকছে বিমানে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে মাঝ আকাশে জ্বালানি ভরার সুবিধাও দেওয়া হবে এই যুদ্ধ বিমানকে। থাকবে শত্রুপক্ষের র‌্যাডার জ্যাম করার ব্যবস্থা থাকবে।

 চাপে থাকবে চিন, পাকিস্তান

চাপে থাকবে চিন, পাকিস্তান

ভারতীয় সেনা বাহিনীতে ৮৩টি তেজসের অন্তর্ভুক্তিতে চাপে থাকবে চিন পাকিস্তান। আগেই রাফাল যুদ্ধ বিমানের অন্তর্ভুর্তি হয়েছে ভারতীয় বায়ুসেনায়। বালাকোট এয়ারস্ট্রাইকের পরেই বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে উদ্যোগী হয়েছে মোদী সরকার। একের পর এক শক্তিশালী যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি শুরু হয়েছে বায়ুসেনা।

English summary
83 Tejas fiter jets are going to include IAF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X