For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণে ৮০ শতাংশ পারাপাতন, করোনা ভয় কাটতেই পাঁচ দফায় আনলক পর্বে হাঁটছে মহারাষ্ট্র

সংক্রমণে ৮০ শতাংশ পারাপাতন, করোনা ভয় কাটতেই পাঁচ দফায় আনলক পর্বে হাঁটছে মহারাষ্ট্র

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপ কমতেই রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে আনলক প্রক্রিয়া। জেলা স্তরে আনলকিংয়ের জন্য ইতিমধ্যে নির্দেশিকাও জারি করেছে কেন্দ্র। যদিও গোটা দেশে ধীর গতিতে করোনা টিকাকরণ চলায় এখনও পুরোপুরি কাটছে না উদ্বেগ। এমতাবস্থায় আনলকিংয়ের জন্য ৫ দফা পরিকল্পনার কথা জানালো মহারাষ্ট্র সরকার। যদিও এখনও অর্ধেকের বেশি জেলাতেই বন্ধ থাকছে রেল, রেঁস্তোরা, শপিং মল সহ অন্যান্য পরিষেবা।

পাঁচ দফায় আনলকের পরিকল্পনা

পাঁচ দফায় আনলকের পরিকল্পনা

বৃহঃষ্পতিবারই এই নতুন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের যে সব জেলায় সংক্রমণ নেই বললেই চলে, সেই জেলাগুলিকে প্রথম ভাগের তালিকায় রাখা হয়েছে। ওই তালিকায় থানে সহ আরও মোট ১৮টি জেলা রয়েছে বলে খবর। অন্যদিকে যে সমস্ত জেলাগুলিতে ধীরে ধীরে সংক্রমণ কমছে তাদের পরবর্তী তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে। এই তালিকাতেই রয়েছে বাণিজ্যনগরী মুম্বই।

 সংক্রমণে প্রায় ৮০ শতাংশ পরাপাতন

সংক্রমণে প্রায় ৮০ শতাংশ পরাপাতন

এদিকে শুরুতে করোনা সংক্রমণের বাড়াবাড়ন্তের কারণে মহারাষ্ট্রের ১৮টি জেলা ১৫ জুন পর্যন্ত রেড জোনের আওতাভুক্ত করার কথা বলা হয়েছিল। তবে সংক্রমণ কমায় আনলক পর্ব শুরু করছে সরকার। অন্যদিকে পরিসংখ্যান বর্তমানে গোটা মহারাষ্ট্রেই করোনা সংক্রমণে প্রায় ৮০ শতাংশ পরাপাতন দেখতে পাওয়া গিয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে নতুন আশার আলো।

২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

এদিকে এর আগে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই ব্যাপক করোনা সংক্রমণ দেখা যায় গোটা রাজ্যে। এমনকী এক একদিন দৈনিক সংক্রমণ ৬৫ হাজারেও উররে উঠে গিয়েছিল। কিন্ত গত ২৪ ঘণ্টায় উদ্ধবের রাজ্যে করোনার কবলে পড়েছেন ১৫,১৬৯ জন। তবে আনলক পর্বেও গোটা রাজ্যে করোনা সংক্রমণ হার, হাসপাতালে শয্যার সংখ্যা এবং অক্সিজেন জোগানের বিষয়টি মাথায় রেখেই জেলা ভিত্তিক তালিক তৈরি করছে সরকার।

কী ভাবে চলবে আনলকের প্রক্রিয়া ?

কী ভাবে চলবে আনলকের প্রক্রিয়া ?

আর এই সমস্ত বিষয় মাথায় রেখেই ধাপে ধাপে আনলক পর্বে যাবে গোটা রাজ্য। মাথায় রাখা হচ্ছে জেলা ভিত্তিক টিকাকরণের পরিসংখ্যানের উপরেও। আরও সহজ করে বললে যে জেলাগুলিতে করোনা সংক্রমণ রেট ৫ শতাংশের কম এবং হাসপাতালে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ শতাংশের নীচে, সেই জেলাগুলিই জায়গা পেয়েছে আনলকের প্রথম ভাগে। অন্যদিকে ৫ শতাংশের উপরে পজিটিভিটি রেট রয়েছে যে জেলাগুলিতে সেগুলি দ্বিতীয় ভাগে পড়ছে। এই তালিতায় রয়েছে মুম্বই, হিঙ্গোলী, অমরাবতী, ও নান্দুবার।

স্ত্রী-ছেলের কথা শোনাটা ভুল ছিল, দেখা হলে মমতার পা ধরে ক্ষমা চাইব! বিস্ফোরক বিজেপি নেতাস্ত্রী-ছেলের কথা শোনাটা ভুল ছিল, দেখা হলে মমতার পা ধরে ক্ষমা চাইব! বিস্ফোরক বিজেপি নেতা

English summary
unlocking phase is starting in five phases in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X