For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উরি সীমান্তে হামলার চেষ্টা, সেনা এনকাউন্টারে খতম আরও ১০ জঙ্গি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জম্মু, ২০ সেপ্টেম্বর : ফের জম্মু ও কাশ্মীরের উরিতে পাক সেনাবাহনীর মদত নিয়ে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। তবে এবার সতর্ক ছিল ভারতীয় সেনাবাহিনী। এনকাউন্টারে ১০ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে আপাতত খবর পাওয়া গিয়েছে। এই উরিতেই রবিবার ভোরে জঙ্গি হামায় ১৮ জন জওয়ান শহিদ হয়েছেন। [উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ হল!]

সেইসময়ই গোয়েন্দা সূত্রে খবর ছিল যে, সীমান্ত পেরিয়ে ১৫ জন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছে। রবিবার ভোরে ৪ জন নিহত হলেও আরও অনেক জঙ্গি ছড়িয়ে ছিল। তারাই এদিন হামলার চেষ্টা করে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কাশ্মীরের লাচিপুরা থেকে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। এদিন ১০ দন জঙ্গিকে খতম করা গিয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। [যখন যেখানে চাই জবাব দিতে পারি, উরি হামলায় পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার]

ফের উরি সীমান্তে হামলার চেষ্টা, সেনা এনকাউন্টারে খতম ৮ জঙ্গি

রবিবার ভোরে সেনা ছাউনিতে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসা জঙ্গিরা হামলা চালায়। মোট তিন ঘণ্টা ধরে দু'পক্ষের গুলির লড়াই চলে। গুলি ও গ্রেনেড হামলা চালানোয় অগ্নিদগ্ধ হয়ে মোট ১৮ জওয়ান শহিদ হন। [জঙ্গি হামলার দু'দিনের মাথায় উরিতে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ]

এই ঘটনার ২ দিনের মাথায় সীমান্তে এদিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। সেই ফাঁকে জঙ্গিরাও হামলার ছক কষেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাক সেনার মদতেই জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে অনুমান করা হচ্ছে। [উরি হামলার জঙ্গিরা পাকিস্তান থেকে এসেই হামলা চালিয়েছে, এই তার প্রমাণ!]

উরির ঘটনার জন্য ইতিমধ্যে ভারত সারা বিশ্বের কাছে পাকিস্তানের কীর্তি তুলে ধরতে উদ্যোগ নিয়েছে। কূটনৈতিকভাবে যাতে পাকিস্তানকে সমস্তকিছু থেকে বিচ্ছিন্ন করে শিক্ষা দেওয়া যায়, সেই অবস্থানই নিতে চলেছে ভারত। এই এইজন্য সন্ত্রাস হামলার সমস্ত প্রামাণ্য নথি আন্তর্জাতিক দুনিয়ার কাছে তুলে ধরবে নরেন্দ্র মোদী সরকার। তবে সীমান্ত দিয়ে সন্ত্রাসের রফতানি কিন্তু জারিই রেখেছে পাকিস্তান।

English summary
8 Terrorists Killed In Encounter With Army In Jammu and Kashmir's Uri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X