For Quick Alerts
For Daily Alerts
আজমেঢ়ের কাছে বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত কমপক্ষে ৮
রাজস্থানের আজমেঢ় থেকে রাজকোট যাওয়ার পথে বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। আজমেঢ়ের মঙ্গলিয়াবাসের কাছে ঘটে দুর্ঘটনা। জয়পুর থেকে আসছিল বাসটি। তাতে ৬০-৭০ জন যাত্রী ছিল। ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় বাসটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের। আহত একাধিক। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে জেএলএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে বিওয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওভারটেক করতে গিয়েই বাসটি ট্রাক্টরের ধাক্কা মারে। আজমেঢ়ের পুলিস সুপার কানোয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিেয় দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিসবাহিনী। পাঁচ জনের মৃতদেহ জেএলএন হাসপাতালে রাখা হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিস।