For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক গোলায় নিহত ৮ মাসের শিশু, রক্তাক্ত কাশ্মীর উপত্যকায় স্বজন হারার আর্তনাদ

ফের রক্তাক্ত উপত্যকতা। এবার এক ৮ মাসের শিশুর মৃত্যু হল কাশ্মীরের আখনুর এলাকায়। সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা পাকিস্তানি গোলায় নিহত হয় ওই শিশু।

  • |
Google Oneindia Bengali News

ফের রক্তাক্ত উপত্যকা। এবার এক ৮ মাসের শিশুর মৃত্যু হল কাশ্মীরের আখনুর এলাকায়। সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা পাকিস্তানি গোলায় নিহত হয় ওই শিশু। জম্মু ও কাশ্মীরের কেরি বাত্তাল এলাকার আখনুর লাগোয়া সীমান্ত অঞ্চলে ঘটে যায় এই ঘটনা।

পাক গোলায় নিহত ৮ মাসের শিশু, রক্তাক্ত উপত্যকায় স্বজন হারার আর্তনাদ

উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, শান্তির পক্ষে যেকোনও বার্তা গুরুত্ব সহকারে দেখা হবে। তারপর পাক সেনা জেনারেল কোমর জাভেদ বাজওয়া শান্তির বার্তাও এগিয়ে দেন। কিন্তু সেই ঘটনার পরই আজ ফের পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালানো হয় ভারতীয় সীমান্তে।

উল্লেখ্য়, দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এর আগে জানিয়ে দেওয়া হয়,রমজানের সময়ে কোনওভাবেই কাশ্মীরে কোনও অভিযান করবে না সেনা। তবে যদি কোথাও সেনা আক্রান্ত হয়,তাহলেই তার পাল্টা জবাবে নামবে ভারতীয় সেনা। প্রসঙ্গত, এই কয়েকদিনে পাকিস্তানের তরফে প্রবল গোলাবর্ষণ হয়ে চলেছে সীমান্তের ওপার থেকে। তাতে ১১ জন কাশ্মীরী আহত যেমন হয়েছে। তেমনই ৪ জন নাগরিক মারা গিয়েছেন। আর আজ দুপক্ষের লড়াইয়ে শিশু মৃত্যুর সাক্ষী রইল রক্তাক্ত কাশ্মীর।

English summary
8-month-old infant killed in ceasefire violation by Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X