For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনাতে ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ, কী জানালেন সেনা প্রধান?

Google Oneindia Bengali News

করোন সক্রমণে জেরবার গোটা ভারত। ভারতে একের পর এক মানুষের প্রাণ নিচ্ছে করোনা ভাইরাস। এদেশে করোনার শিকার মোট ৪৩৭, গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ১৩,৩৮৭। ইতিমধ্যেই করোনা সংক্রমণের ক্ষেত্রে দেশের ৬৪০টি জেলার মধ্যে ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে করোনা থাবা থেকে রক্ষা পেল না সেনাবাহিনীও।

ভারতীয় সেনায় করোনা আক্রান্ত ৮

ভারতীয় সেনায় করোনা আক্রান্ত ৮

ভারতীয় সেনার ৮ জন এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল নারাভানে। তবে আক্রান্তদের মধ্যে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪ জন সুস্থ হয়ে উঠেছেন বলে আস্বস্ত করেন তিনি। আক্রান্ত সেনাকর্মীদের মধ্যে ২ জন চিকিৎসক এবং একজন ১ জন নার্সিং অ্যাসিস্টেন্ট আছেন বলে জানান নারভানে।

সেনাবাহিনীতে চলছে ওয়ার্ক ফ্রম হোম

সেনাবাহিনীতে চলছে ওয়ার্ক ফ্রম হোম

করোনা আতঙ্কে এর আগে সেনাবাহিনীতেও ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছিল। সোনা সূত্রে খবর, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নয়া দিল্লিতে সেনার সদর দফতরের ৩৫ শতাংশ কর্মকর্তা এবং ৫০ শতাংশ জুনিয়র কমিশনড অফিসারকে (জেসিও) বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

করোনায় প্রথম আক্রান্ত হন যেই সেনা

করোনায় প্রথম আক্রান্ত হন যেই সেনা

এর আগে লেহ-তে মোতায়েন ভারতীয় সেনার এক জওয়ান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি ছিলেন সেনাকর্মীদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত। ৩৪ বছরের ওই জওয়ান ভারতীয় পদাতিক বাহিনীর লাদাখ স্কাউটের সদস্য।

English summary
8 indian army personnel infected with coronavirus said army chief narvane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X