For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিয়া–সুশান্তের উপস্থিতিতে নষ্ট করা হয় ৮টি হার্ড ড্রাইভ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইকে জানালো সিদ্ধার্থ

রিয়া–সুশান্তের উপস্থিতিতে নষ্ট করা হয় ৮টি হার্ড ড্রাইভ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইকে জানালো সিদ্ধার্থ

Google Oneindia Bengali News

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে। যিনি অভিনেতার ফ্ল্যাটমেটও ছিলেন। জিজ্ঞাসাবাদের সময়, সিদ্ধার্থ সিবিআইকে জানিয়েছেন যে ৮ জুন ৮টি হার্ড ড্রাইভ নষ্ট করে দেওয়া হয় রিয়া চক্রবর্তীর বাড়ি ছাড়ার আগে।

রিয়া–সুশান্তের উপস্থিতিতে নষ্ট করা হয় ৮টি হার্ড ড্রাইভ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইকে জানালো সিদ্ধার্থ


সিদ্ধার্থ জানিয়েছেন যে, রিয়ার বান্দ্রার ফ্ল্যাট ছাড়ার আগে ৮ জুন রিয়া ও সুশান্তের মধ্যে ঝগড়া হয়। সুশান্ত আত্মহত্যা করেন ১৪ জুন। সিবিআই সূত্রের খবর, সিদ্ধার্থ জানিয়েছেন যে হার্ড ড্রাইভের মধ্যে কী ছিল সে বিষয়ে জানতেন না তিনি। তবে ওই হার্ড ড্রাইভগুলি নষ্ট করার জন্য একজন আইটি পেশাদারও ওখানে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, রিয়া এবং সুশান্ত ঘরের মধ্যে ছিলেন এবং সবকিছুই দেখেছেন। ওই একই ঘরের মধ্যে ছিলেন প্রয়াত অভিনেতার পরিচারক দীপেশ সাওয়ান্ত ও তাঁদের রাধঁুনি নিরজ সিং। প্রসঙ্গত, সিবিআই বেশ কয়েকবার সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করেছে।

মুম্বইয়ে সুশান্ত কাণ্ডের তদন্ত করছে সিবিআইয়ের বিশেষ তদন্তকার দল (‌সিট)‌। তারা সিদ্ধার্থ ও নিরজকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। তারা সুশান্তের সিএ সন্দীপ শ্রীধর এবং তাদের প্রাক্তন অ্যাকাউন্টটেন্ট রজত মেওয়াতিকেও জিজ্ঞাসাবাদ করেন।

অন্যদিকে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা গিয়েছে যে সুশান্ত মৃত্যু কাণ্ডে মাদক যোগও রয়েছে। যা নিয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্ত করছে। দিল্লিতে এনসিবি ২০, ২২, ২৭ ও ২৯ এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে।

ক্রমশঃ ফিল্ম ব্যবসায় পরিণত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, ‌ক্ষমতা কমছে বলিউডেরক্রমশঃ ফিল্ম ব্যবসায় পরিণত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, ‌ক্ষমতা কমছে বলিউডের

English summary
8 hard drives destroyed in presence of rhea sushant shocking information siddharth told cbi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X