For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আট জেলায় সাপ্তাহিক কোভিড পজিটিভ হার ১০ শতাংশের ঊর্ধ্বে, উদ্বিগ্ন কেন্দ্র

আট জেলায় সাপ্তাহিক কোভিড পজিটিভ হার ১০ শতাংশের ঊর্ধ্বে, উদ্বিগ্ন কেন্দ্র

Google Oneindia Bengali News

দেশে ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশঃ। প্রায় ৩৩ দিন পর দেশে দশ হাজারের ওপর দৈনিক করোনা কেস সনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবারই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশের নাগরিকের মধ্যে জোরদার সতর্কতা প্রয়োজন। ইতিমধ্যেই দেশের ৮ জেলায় করোনা পজিটিভিটি হার ১০ শতাংশের ওপর এবং ১৪টি জেলায় পজিটিভিটি হার ৫–১০ শতাংশের মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে।

বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ

বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ

সংবাদমাধ্যমের সামনে দৈনিক করোনা আপডেট নিয়ে বলার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন যে গত সপ্তাহে গড়ে, দেশে দৈনিক করোনা কেস রিপোর্ট হয়েছে ৮ হাজারের বেশি। সব মিলিয়ে করোনার পজিটিভ কেসের হার দাঁড়িয়ে রয়েছে ০.‌৯২ শতাংশ। তিনি এও জানিয়েছেন যে দেশে সাপ্তাহিক করোনা পজিটিভ হার আট জেলায় ১০ শতাংশের বেশি এবং ১৪টি জেলায় ৫-১০ শতাংশে রয়েছে। অন্যদিকে, ভারতের আর নট ভ্যালু, যা কোভিড-১৯ সংক্রমণকে ইঙ্গিত করে, তা ১.‌২২, এর অর্থ করোনা কেস বাড়ছে, কমছে না বলে জানিয়েছে মন্ত্রক।

 গোষ্ঠী সংক্রমণ শুরু

গোষ্ঠী সংক্রমণ শুরু

বৃহস্পতিবারই দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন যে যাদের বিদেশ সফরের পূর্ব অভিজ্ঞতা নেই তারাও ওমিক্রন কোভিড ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে, এর অর্থ গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। জৈন আরও জানিয়েছেন যে নতুন স্ট্রেনের জন্য ১১৫টি নমুনা সিক্যুয়েন্স টেস্টে পাঠানো হয়, সেখান থেকে ৪৬ জন পজিটিভ বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত দিল্লিতে সবচেয়ে বেশি ওমিক্রন কেস ২৬৩টি ধরা পড়েছে।

ভারতে একদিনে আক্রান্ত

ভারতে একদিনে আক্রান্ত

অপরদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে ১৩,১৫৪ জন। অন্যদিকে দেশে সক্রিয় করোনা কেস দাঁড়িয়ে ৮২,৪০৪ এবং এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪,৮০,৮৬০ জন। বৃহস্পতিবার দেশে ওমিক্রন কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১, যার মধ্যে ২৬৩টি কেস দিল্লি থেকে এবং ২৫২টি কেস মহারাষ্ট্র থেকে। তবে ৯৬১টি ওমিক্রনের মধ্যে ৩২০ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।

রাজ্যভিত্তিক কোভিড সংখ্যা

রাজ্যভিত্তিক কোভিড সংখ্যা

বুধবার মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে কোভিড-১৯ কেস তীব্রভাবে বৃদ্ধি পায়। দিল্লিতে এদিন দৈনিক নতুন কেস সনাক্ত হয় ৯২৩, অথচ মঙ্গলবার তা ছিল ৪৯৬। দিল্লিতে পজিটিভ হার লাফিয়ে বাড়ে ১.‌২৯ শতাংশ। অন্যান্য শহরের মধ্যে মুম্বইতে ২,৫১০টি কেস সনাক্ত হয়। অন্যদিকে বেঙ্গালুরুতে ৪০০০ কেস, কলকাতায় ৫৪০টি কেস ও চেন্নাইতে ২৯৪টি কেস ধরা পড়ে বুধবার। বৃহস্পতিবার দিল্লিতে কোভিড কেস সনাক্ত হয়েছে ১৩১৩, কলকাতায় ১০৯০, মুম্বইতে ৩৬৭১ ও বেঙ্গালুরুতে ৫৬৫টি কেস সনাক্ত হয়।

উদ্বিগ্ন করছে ৬টি রাজ্য

উদ্বিগ্ন করছে ৬টি রাজ্য

বৃহস্পতিবার কেন্দ্র সরকার জানিয়েছে যে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক এবং গুজরাত সাপ্তাহিক কোভিড-১৯ কেস এবং পজিটিভ হারের ভিত্তিতে উদ্বেগের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে উঠে আসছে। সরকার জানিয়েছে কোভিড-১৯ সতর্কতামূলক বুস্টার ডোজ প্রাথমিকভাবে সংক্রমণ, হাসপাতালে ভর্তি, মৃত্যুর তীব্রতা কমানোর জন্য। ইতিমধ্যেই একাধিক রাজ্যে বর্ষবরণের উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, নৈশ কার্ফু সহ একাধিক বিধি-নিষেধ রয়েছে দেশজুড়ে।

English summary
8 districts the weekly covid positive rate is over 10 percent said centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X