For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে খাদ্যশস্য! ৩৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার

Google Oneindia Bengali News

সাংবাদিক বৈঠকে গতকাল আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজে দেশের ছোটো, মাঝারি, ক্ষুদ্র শিল্প, ইপিএফ, আয়কর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ দ্বিতীয় দিনে আত্মনির্ভর ভারত অভিযানে মূলত ভিন রাজ্যের শ্রমিক ও কৃষকদের ক্ষেত্রে নানা ঘোষণা করছেন অর্থমন্ত্রী।

দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ

দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ

এদিন নির্মলা সীতারমন বলেন, 'দেশের এই পরিস্থিতিতে দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে ৮ কোটি পরিযায়ী শ্রমিককে। দেশের ৮ কোটি পরিযায়ীর জন্য ৩৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। প্রতি পরিবার পরিযায়ীদের ৫ কিলো চাল বা গম এবং এক কিলো ছোলা দেওয়া হবে। এই পুরো বিষয়টির দেখভাল করবে রাজ্য। অর্থ বরাদ্দ করবে কেন্দ্র।'

এক দেশ এক রেশন কার্ড

এক দেশ এক রেশন কার্ড

পাশাপাশি এদিন অর্থমন্ত্রী এক দেশ এক রেশন কার্ডের প্রসঙ্গে বলেন, 'এক দেশ এক রেশন কার্ড শীঘ্রই চালু করা হবে। এর ফলে ২৩টি রাজ্যের ৬৭ কোটি মানুষ অগাস্টের মধ্যে উপকৃত হবে এর ফলে। ২০২১ সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে একটি রেশন কার্ডের ব্যবস্থা করা হবে। এর জেরে একটি নির্দিষ্ট রাজ্যের রেশন কার্ড থাকা ব্যক্তি দেশের যে কোনও প্রান্তের যে রেশন দোকান থেকে খাদ্যশস্য নিতে পারবেন।'

শ্রমিকদের থাকা ও খাওয়ার জন্য ১১ হাজার কোটি টাকা

শ্রমিকদের থাকা ও খাওয়ার জন্য ১১ হাজার কোটি টাকা

এছাড়া অর্থমন্ত্রী বলেন, 'শেলটার হোমে থাকা শ্রমিকদের জন্য দিনে তিনবার করে খাবার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ভিনরাজ্যের শ্রমিকদের থাকা ও খাওয়ার জন্য ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। রাজ্যে ফেরার পর তাঁদের ১০০ দিনের কাজেও আরও বেশি করে সুবিধা দেওয়া হবে। এছাড়া ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়েছে।'

১২ হাজার সেল্ফ হেল্প গ্রুপকে সাহায্য কেন্দ্রের

১২ হাজার সেল্ফ হেল্প গ্রুপকে সাহায্য কেন্দ্রের

এদিকে আজকের সাংবাদিক বৈঠকে ১২ হাজার সেল্ফ হেল্প গ্রুপের তিন কোটি মাস্ক ও ১.২ লক্ষ লিটার স্যানিটাইজার তৈরির প্রসঙ্গ তোলেন অর্থমন্ত্রী। সেই সূত্র ধরেই এবার থেকে সমস্ত রাজ্যে পয়সা পোর্টাল শুরু করার কথা বলে তিনি। জানান, এবছর মার্চ মাস পর্যন্ত নতুন করে ৭২০০ সেল্ফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে।

English summary
8 crores migrant workers to get free food grains worth 3500 crores said fm nirmala sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X