For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তম দফায় ভোটদানের নিরিখে এগিয়ে পশ্চিমবঙ্গই, গত বছরের রেকর্ড ছাড়াল গুজরাত

Google Oneindia Bengali News

শুরু হল লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ
নয়াদিল্লি, ৩০ এপ্রিল : শুরু হল সপ্তম দফার ভোটগ্রহণ। অন্ধ্রপ্রদেশে ১৭টি, বিহারে ৭টি, গুজরাতর ২৬টি , জম্মু ও কাশ্মীরে ১টি, পাঞ্জাবে ১৩টি, উত্তরপ্রদেশে ১৪টি, পশ্চিমবঙ্গে ৯টি আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। এই ৭ রাজ্যের পাশাপাশি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এই ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ নির্বাচনী যুদ্ধে নামছেন প্রার্থীরা। কংগ্রেসের সোনিয়া গান্ধী, অমৃতসর সিং, মধূসুদন মিস্ত্রি, বিজেপির নরেন্দ্র মোদী, মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানী, রাজনাথ সিং, অরুণ জেটলি, উমা ভারতীর ভাগ্য নির্বারণ হবে আজ। মোট ১৩.৮৩ কোটি ভোটার আজ ভোটদান করবেন।

গুজরাট
গুজরাতের মোট ২৬টি আসনের সবকটিতেই আজই ভোট গ্রহণ হবে। বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ভাগ্য পরীক্ষা আজ। ভাদোদরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোদী। তার বিপক্ষে কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন মধূসুদন মিস্ত্রি। গান্ধীনগর থেকে লড়ছেন বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানীও। যদিও গুজরাতে মোদী সহ বিজেপির শীর্ষ নেতাদের তরফে প্রচারে তেমন তৎপরতা দেখা যায়নি। নির্বাচনের আগে শেষ চারদিনই গুজরাতে প্রচার চালিয়েছে বিজেপি। বিজেপির আশা মোদী হাওয়ায় ভর করে গুজরাতের সব কটি আসনেই জয় পাবে বিজেপি। যদিও এবার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কংগ্রেস গুজরাতে প্রার্থী দাঁড় করিয়েছে এবং ২৬টির মধ্যে ১৬টি আসনেই কংগ্রেস জয়ী হবে বলে আশা কং নেতাদের। প্রায় ৪.০৫ কোটি ভোটার রয়েছেন এই রাজ্যে। যাদের মধ্যে ২.১২ কোটি পুরুষ ভোটার ও ১.৯৩ কোটি রয়েছেন মহিলা ভোটার।

গান্ধীনগরে থেকে ভোট দিলেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্তী নরেন্দ্র মোদী। তিনি বলেন, জনগণের আমার পূ৪ণ আস্থা আছে যে তাঁরা 'মা-ছেলের সরকারকে' উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় আনবেন। বিজেপি এদেশে স্থায়ী সরকার গড়বে বলে মন্তব্য করেন মোদী।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>#vote#selfie#election2014 <a href="http://t.co/g5ExDPqVGZ">pic.twitter.com/g5ExDPqVGZ</a></p>— parthiv patel (@parthiv9) <a href="https://twitter.com/parthiv9/statuses/461420068505546752">April 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ১০ পর্যন্ত গুজরাতে ভোট পড়ল ১৫ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৯.১ শতাংশ।
দুপুর ২টো পর্যন্ত ৩৭ শতাংশ।
দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৪৩ শতাংশ।
বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশ। ২০০৯ সালে যেখানে গুজরাতের ভোটের হার ছিল ৪৮ শতাংশের কাছাকাছি। সেখানে এবার ভোট বেড়েছে অনেকটাই।
বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৫ শতাংশ।
বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়ল ৬০ শতাংশ। আগের বারের তুলনায় যা অনেকটাই বেশি।

পাঞ্জাব
পাঞ্জাবেও মোট ১৩টি আসনের মধ্যে সবকটিতেই আজ ভোটগ্রহণ হচ্ছে। পাঞ্জাবের অমৃতসর কেন্দ্রে সবার নজর। এই কেন্দ্র থেকে বিজেপির অরুণ জেটলির সঙ্গে কংগ্রেসর প্রাক্তন মুখ্যমন্ত্রী অঅমরিন্দর সিংয়ের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই রাজ্য থেকে মোট ২৫৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে।

সকাল ১০ পর্যন্ত গুজরাতে ভোট পড়ল ১৪ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৪০ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫৪.৭ শতাংশ।
বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৮ শতাংশ।

উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশের ১৪টি আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। এই মোট ২৩৩ জন প্রার্থী ভাগ্যপরীক্ষা আজ। আজ উত্তরপ্রদেশে ৪ দফার ভোটগ্রহণ চলছে। আজকের ভোট উত্তরপ্রদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, এই দফায় ভোটে মুসলিম ও দলিতদের একটা বড় ভোট রয়েছে। যা যে কোনও দলের ক্ষেত্রে 'ডিসাইডিং ফ্যাক্টর' হতে পারে। মোট প্রায় ২.২৫ জন প্রার্থী আজ নিজেদের মতদান করবেন। রায় বারেলি সোনিয়া গান্ধীর জন্য নিরাপদ আসন। আজ এই আসনেও ভোটগ্রহণ হবে। তবে এই আসন থেকে এবারও সোনিয়া গান্ধী জিতবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কানপুরে বিজেপির বরিষ্ঠ নেতা মুরলী মনোহর যোশী ও ক্যাবিনেট মন্ত্রী প্রকাশ জয়সওয়ালের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে। ঝাঁসিতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী এবং প্রদীপ আদিত্য জৈনের মধ্যে লড়াই হবে। লখনউ থেকে এই প্রথমবার দাঁড়িয়েছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p><a href="https://twitter.com/search?q=%23AAP&src=hash">#AAP</a> candidate from Lucknow Javed Jaferi after casting his vote <a href="https://twitter.com/search?q=%23LucknowVotes&src=hash">#LucknowVotes</a> <a href="https://twitter.com/search?q=%23DanceOfDemocracy&src=hash">#DanceOfDemocracy</a> <a href="http://t.co/i7vYX39DZI">pic.twitter.com/i7vYX39DZI</a></p>— TOI Lucknow (@TOILucknow) <a href="https://twitter.com/TOILucknow/statuses/461385593495113728">April 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Went to the polling station in Lucknow and exercised my right to vote. Come out of your homes and vote. <a href="http://t.co/cqL45AHZs3">pic.twitter.com/cqL45AHZs3</a></p>— Rajnath Singh (@BJPRajnathSingh) <a href="https://twitter.com/BJPRajnathSingh/statuses/461388201270067200">April 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ঝাঁসিতে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১৮ শতাংশ।
লখনউতে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২২.৫ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত হায়দ্রাবাদে ভোট পড়ল ৪০ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত কানপুরে ভোট পড়েছে ৪৪.১৩ শতাংশ।

পশ্চিমবঙ্গ
(বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।)

বিহার
বিহারে আজ চতুর্থ দফার ভোটগ্রহণ। এই দফায় মোট ৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। মোট ৯৪ জন প্রার্থী এ দফায় লড়ছেন বিহার থেকে। সংযুক্ত জনতা দলের শরদ যাদব , রাষ্ট্রীয় জনতা দলের পাপ্পু যাদব নজরে রয়েছেন।

সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২৬ শতাংশ।
দুপুর পর্যন্ত ভোট পড়ল ৩২.৪৮ শতাংশ।
বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়ল ৫০.৩৬ শতাংশ।

জম্মু ও কাশ্মীর
শ্রীনগর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আজ। বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লার ভাগ্য পরীক্ষা আজ। বর্তমান যা পরিস্থিতি তাতে শ্রীনগর অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এদিকে সৈয়দ আলি গিলানি এদিন ভোটদান থেকে বিরত থাকার জন্য স্থানীয় মানুষদের বলেছেন। এবং এদিন কাশ্মীরে বনধ ঘোষণা করা হয়েছে।

সকাল ৯টা প৪য়ন্ত ভোট পড়ল ৪.৯৯ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত শ্রীনগরে ভোট পড়ল ২৬ শতাংশ।

অন্ধ্রপ্রদেশ
এই প্রথমবার তেলেঙ্গানা প্রদেশের ভোটাররা ভোটগ্রহণ করবেন। এই রাজ্য এখন রাষ্ট্রপতি শাসনের আওতায় রয়েছে। এদিন ১৭টি লোকসভা আসন ও ১১৯টি বিধানসভা আসনে ভোটদান করবে দেশের ২৯তম রাজ্য তেলেঙ্গানা। মোট ভোটারের সংখ্যা ২.৮২ কোটি। এই প্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ৭ মে। এই এলাকায় কংগ্রেস আর টিআরএস-এর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বিজেপি-টিডিপি জোট তৃতীয় স্থানে রয়েছে। হায়দ্রাবাদের এআইএমআইএম ৭টি বিধানসভা আসনে জয়ের প্রত্যাশা করছে। জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস বিধানসভার কয়েকটি আসনে জয়ী হয়ে জিতিয়ে দিতে পারে।

সকাল ১১টা পর্যন্ত তেলেঙ্গানায় ভোট পড়ল ৩১.৫ শতাংশ এবং হায়দ্রাবাদে ভোট পড়ল ১৮ শতাংশ।
তেলেঙ্গানায় ভোট পড়ল ৪৯.৭ শতাংশ।
হায়দ্রাবাদে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩১ শতাংশ।
তেলেঙ্গানায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫৯ শতাংশ।
বিকেল ৫টা পর্যন্ত তেলেঙ্গানায় ভোট পড়ল ৬৫ শতাংশ।

দমন ও দিউ
বর্তমান সাংসদ বিজেপির লালুভাই পটেল ও কংগ্রেসের কেতন দাহাভাই পটেল, বিএসপির ভবেশ পটেল এবং আপের তরফে কেশর গাওয়ের ভাগ্যপরীক্ষা চলছে কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউতে।
প্রথম দু ঘন্টায় ভোট পড়ল ১৫ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত ভোট পেল ৫২.৬৫ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৪.০৪ শতাংশ।

দাদর নগর হাভেলি
এই কেন্দ্রশাসিত অঞ্চলেও আজ ভোটগ্রহণ চলছে।
সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৪০ শতাংশ।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I've voted, I urge you all to cast your precious vote <a href="http://t.co/H5DZh1Pmjb">pic.twitter.com/H5DZh1Pmjb</a></p>— cheteshwar pujara (@cheteshwar1) <a href="https://twitter.com/cheteshwar1/statuses/461361607147155456">April 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
West Bengal leads with 25% polling till 9 am
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X