For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ বছর আগে ঘটেছিল ধারাবাহিক বিস্ফোরণ, আজও দগদগে তার স্মৃতি

২০১১ সালের ১৩ জুলাই জাভেড়ি বাজার, দাদার ও অপেরা হাউসে তিনটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুম্বই। ঘটনায় ২৬ জন নিহত ও ১৩০ জন আহত হন।

Google Oneindia Bengali News

আজ ১৩ জুলাই। আজ থেকে ৭ বছর আগে এই দিনটিতেই মুম্বইয়ের অপেরা হাউস, দাদার ও জাভেরি বাজার - এই তিন ব্যস্ত এলাকায় পর পর তিনটি শক্তিশালী বিস্ফোরণে ১৯ জন মানুষ মারা গিয়েছিলেন। ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৩০ জন। মুম্বইয়ের ইতিহাসে এটি ছিল চতুর্থতম বড় সন্ত্রাসবাদী হামলা।

আজও দগদগে ধারাবাহিক বিস্ফোরণের স্মৃতি

সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাতটা এই ১৫ মিনিটেই কেঁপে গিয়েছিল মুম্বই শহর। প্রথম বিস্ফোরণটি হয়েছিল জাভেরি বাজারে, ৬টা বেজে ৪৫ মিনিটে। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ৬টা ৫৫ মিনিটে ও ৭ টায় আরও দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল দাদার ও অপেরা হাউসে। একানেই শেষ নয়, পুলিশ আরও দুটি আইইডি আবিষ্কার করেছিল গ্র্যান্ট রোড ও সান্তা ক্রুজ এলাকা থেকে।

১৩ জুলাই কুখ্যাত জঙ্গি আজমল কাসভের জন্মদিন। ওই দিনটিকে স্মরণ করতেই এই জঙ্গি হানা হয়েছিল। ২৯ দিন ধরে ১৮টি রাজ্য জুড়ে তদন্তত চালিয়েছিল মুম্বই পুলিশ। জেরা করা হয়েছিল প্রায় ১২ হাজার ৩৩২ জনকে। তদন্তে উঠে এসেছছিল ইন্ডিয়ান মুজাহিদীন জঙ্গি ইয়াসিন ভটকলের নাম। জানা গিয়েছিল ভটকলই ওই হামলার অর্থ জুগিয়েছিল।

মুম্বইয়ে জঙ্গি হানা নতুন নয়। একাধিক ধারাবাহিক বিস্ফোরণও দেখেছে এই শহর। তবে ২০১১ সালের এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ফিরিয়ে এনেছিল ৯৩ সালের স্মৃতি। নতুন করে আতঙ্ক ছড়িয়েছিল শহর জুড়ে। সেই সন্ধ্যায় শহরবাসী বুঝে পাননি কোন এলাকা নিরাপদ হতে পারে। শুক্রবার ওই আক্রান্ত তিন এলাকাতেই মৃতদের স্মরণ করা হবে।

English summary
On 13th July 2011 Mumbai was completely shaken by there powerfull blasts occurred at the Opera House, at Zaveri Bazaar and at Dadar West localities, leaving 26 killed and 130 injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X