For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনা মুক্ত জেলার সংখ্যা বেড়ে ৭৮! সুস্থ হয়ে বাড়িতে ৪ হাজার

দেশে করোনা মুক্ত জেলার সংখ্যা বেড়ে ৭৮! সুস্থ হয়ে বাড়িতে ৪ হাজার

Google Oneindia Bengali News

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়াল। আপাতত করোনা আক্রান্ত ভারতে ২১৩৯৩ জন। মৃত্যু হয়েছে মোট ৬৮১ জনের। একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর আগে গতকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০,৪৭৭১ জন। মৃতের সংখ্যা ৬৫২ জন ছিল।

কোন রাজ্যে প্রকোপ বেশি?

কোন রাজ্যে প্রকোপ বেশি?

ভারতে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে সবচেয়ে বেশি আক্রান্ত দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতে। এরসঙ্গে গুজরাতেও পরিস্থিতি খারাপের দিকে। মহারাষ্ট্রে ও দিল্লিতেই যথাক্রমে ৫০০০, ২০০০ এর বেশি করোনা আক্রান্ত। দিল্লিতে ৮০ এ বেশি এলাকাকে কনটেইমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

করোনা মুক্ত ২৩টি রাজ্যের ৭৮টি জেলা

করোনা মুক্ত ২৩টি রাজ্যের ৭৮টি জেলা

এরই মধ্যে করোনা সংক্রমণ নিয়ে সুখবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই লকডাউনের ফলে ক্রমেই দেশের বিভিন্ন জেলা করোনা মুক্ত হয়ে উঠছে বলে দাবি করল কেন্দ্র। এদিন করোনা সংক্রমণ সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র লব আগারওয়াল বলেন, 'দেশের ২৩টি রাজ্যের ৭৮টি জেলাতে নতুন করে কোনও করোনা সংক্রমণ লক্ষ্য করা যায়নি। নতুন করে ১২টি জেলায় গত ২৮ দিনে কেউ করোনা সংক্রমিত হয়নি।'

সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন কত জন?

সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন কত জন?

পাশাপাশি এদিন লব আগারওয়াল জানান দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৫৮ জন। ভারতের ১৯ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণ হওয়ার সংখ্যা সাধারণ গড়ের থেকে এখনও কম আছে। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ও মৃতের সংখ্যার অনুপাত সারা দেশে ৮০:২০।

৫ লক্ষের বেশি করোনা নমুনা পরীক্ষা

৫ লক্ষের বেশি করোনা নমুনা পরীক্ষা

দেশে ইতিমধ্যে ৫ লক্ষের বেশি করোনা নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। এছাড়া বয়স্কদের বাড়িতে গিয়ে গিয়ে সরকার সাহায্য পৌঁছে দেবে বলেও এদিন জানানো হয়। এদিন কেন্দ্র আরও জানায় যে যারা নাবিক, তাদের জন্য বিশেষ ছাড়া দেওয়া হবে যাতে তারা কাজে যোগ দিতে বা দেশে ফিরতে পারেন।

করোনা যুদ্ধে দেশকে জয় এনে দেবেন মোদীই! বিশ্বাস ৯৩.৫% মানুষের, বলছে সমীক্ষাকরোনা যুদ্ধে দেশকে জয় এনে দেবেন মোদীই! বিশ্বাস ৯৩.৫% মানুষের, বলছে সমীক্ষা

English summary
78 disctricts in india did not have covid 19 cases for last 28 days as 4 thousands cured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X