মথুরার ফক্কড়বাবা ১৬ বার ভোটে হেরেও হাল ছাড়ছেন না! গুরুর আদেশে এবারের নির্বাচনেও রয়েছে চমক
সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে গোটা দেশের রাজনীতিতেই কার্যত সাজো সাজো রব। গোটা দেশের একাধিক রাজনৈতিক পার্টি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের ভোট-শক্তিকে উদযাপন করতে ব্যস্ত। আর এই সপ্তদশ লোকসভা নির্বাচনে সপ্তদশতম ভোট যুদ্ধে নামতে চলেছেন ফক্কড় বাবা। নির্বাচনী লড়াইয়ে যাঁর স্ট্রাইক রেট কার্যত শূন্য়। পর পর ১৬ বার নির্বাচনে তিনি পর পর হেরে গিয়েছেন। তবুও হাল ছাড়তে রাজি নন তিনি।

মনের জোরই শুধু ফক্কড় বাবার একমাত্র ভরসা নয়। সঙ্গে রয়েছে তাঁর গুরুর ভবিষ্যদ্বাণীও। যিনি ফক্কড়বাবাকে বলে দিয়েছেন , ২০ তম বারে ভোট যুদ্ধ তিনি জিতবেনই। আর গুরু আদেশ মেনে এবারেও মথুরা থেকে ভোট যুদ্ধে লড়াইয়ের ময়দানে ফক্কড়বাবা। মিডিয়াকে ফক্কড়বাবা জানিয়ে দিয়েছেন সাফ ভাষায়, যে লড়াই না করে তিনি একচুলও নড়বেন না। ফলে গুরুর আদেশ মেনে লড়াই তিনি চালিয়ে যাবেন।
Mathura: 76-year-old Fakkad Baba is contesting elections for 17th time even after losing his deposit 16 times. Till now he has contested 8 assembly & 8 Lok Sabha polls. He says, "I'm following my guru's order; he told me that I'll succeed in my 20th time". #LokSabhaElections2019 pic.twitter.com/kalleww9y9
— ANI UP (@ANINewsUP) April 13, 2019
বিধানসভা, লোকসভা মিলিয়ে মোট ১৬ টি পরাজয় মাথা পেতে নিয়েছেন এই ৭৬ বছরের ধর্মগুরু। কানপুরের বাসিন্দা ফক্কড় সিং ১১ বঠর বয়সে মথুরা আসেন। তারপর থেকে সেখানেই তাঁর জীবন পায় নতুন গতি। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে তাঁর প্রতিপক্ষ বিজেপির হেমা মালিনী। রাজনৈতিক সমীকরণের তোয়াক্কা না করে ফক্কড় বাবা চান, কেন্দ্রে ফের যেন মোদীই আসেন। আর রামমন্দির যেন নির্বিঘ্নে তৈরি হতে থাকে।
[আরও পড়ুন:হার্দিক ইন, অল্পেশ আউট! 'বন্ধু'র দলত্যাগে একহাত কংগ্রেসে যোগ দেওয়া পতিদার নেতার]
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য় জানতে ক্লিক করুন ]