গালওয়ান উপত্যকার সংঘর্ষে জখম মোট কতজন জওয়ান? বিশদ তথ্য প্রকাশ করে যা জানাল সেনা
সুস্থ আছেন গালওয়ান উপত্যকায় জখম ভারতীয় জওয়ানরা৷ কয়েকদিনের মধ্যেই কাজে যোগ দিতে পারবেন তাঁরা৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সেনার এক আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে। এর আগে বৃহস্পতিবার জানা গিয়েছিল যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪ জন সৈনিক।

লাদাখের গালওয়ান উপত্যাকায় সংঘর্ষ
সোমবারের লাদাখের গালওয়ান উপত্যাকায় চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় জওয়ানদের৷ শহিদ হন ২০ জন জওয়ান৷ জখম হন একাধিকজন৷ তাঁদের লাদাখের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়৷ গুরুতর অবস্থায় এখন আর কোনও সৈনিক নেই বলে জানানো হয়েছে।

স্থিতিশীল অবস্থায় জখম সৈনিকরা
ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, জখম জওয়ানের মধ্য়ে ১৮ জনকে লেহ-র একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ আশা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে তাঁরা কাজে যোগ দিতে পারবেন৷ বাকি আরও ৫৮ জন জওয়ান লাদাখের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁরা এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে৷

শহিদ হন ২০ জওয়ান
প্রসঙ্গত, সোমবার চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। জানা যায়, ভারতীয় সেনাকর্মীদের উপর লোহার রড, পেরেক গাঁথা কাঠের দণ্ড, কাঁটাতার জড়ানো পাথর ছুঁড়ে আক্রমণ করে চিনা সৈন্য৷ ঘটনাটি ঘটে গালওয়ান উপত্যকার ২৪ নম্বর প্যাট্রল পয়েন্টের কাছে৷

কোনও জওনায় নিখোঁজ হননি
এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ আশঙ্কা প্রকাশ করে, চিনা সৈন্যের হাতে কয়েকজন ভারতীয় জওয়ান বন্দী হয়ে থাকতে পারেন ৷ কিন্তু, এই আশঙ্কা অমূলক বলে জানিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী । সেনাবাহিনীর তরফে জানানো হয়, 'এটা পরিষ্কার করে বলে দেওয়া যায়, কোনও সেনাকর্মী নিখোঁজ নেই৷'

লাদাখের যুদ্ধ এখন দেশের বাজারে! চিনা পণ্য বর্জনের ডাক দিয়ে বিশেষ শর্ত বণিক সমাজের