For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতারের রেকর্ড ভাঙল, মাত্র ৫ দিনে ৭৫ কিমি রাস্তা নির্মাণ করে গিনেস ‌বুকে নাম ভারতের

কাতারের রেকর্ড ভাঙল, মাত্র ৫ দিনে ৭৫ কিমি রাস্তা নির্মাণ করে গিনেস ‌বুকে নাম ভারতের

Google Oneindia Bengali News

মাত্র পাঁচদিনে ৭৫ কিমি রাস্তা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলল ভারত। বুধবার সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন যে ৫৩ নম্বর জাতীয় সড়কে একটি একক লেনে টানা ৭৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে।

কাতারের রেকর্ড ভাঙল, মাত্র ৫ দিনে ৭৫ কিমি রাস্তা নির্মাণ করে গিনেস ‌বুকে নাম ভারতের

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, '‌এনএইচএআই ১০৫ ঘন্টা এবং ৩৩ মিনিটের রেকর্ড সময়ের মধ্যে অমরাবতী থেকে আকোলার মধ্যে ৫৩ নম্বর জাতীয় সড়কের অংশে একক লেনে ৭৫ কিলোমিটার অবিচ্ছিন্ন বিটুমিনাস কংক্রিট তৈরি করে সফলভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন করেছে।'‌ সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তাঁর টুইটার হ্যান্ডেলে গিনেস রেকর্ডসের তথ্যটি শেয়ার করেছেন। তিনি হাইওয়ের একটি ছবি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেটও পোস্ট করেছে।

জানা গিয়েছে, বেসরকারি ঠিকাদার রাজপুত ইনফ্রাকন রাস্তাটি নির্মাণ করেছে। শনিবার সকাল ৬টায় অমরাবতী-আকোলা জাতী সড়কের নির্মাণকাজ শুরু হয় এবং মঙ্গলবার শেষ হয়। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮০০ কর্মচারী এবং ৭০০ শ্রমিক রাস্তা নির্মাণে জড়িত ছিলেন। এর আগেও রাজপুত ইনফ্রাকন ২৪ ঘন্টায় সাংলি এবং সাতারার মধ্যে একটি রাস্তা তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিল। ৫৩ নম্বর জাতীয় সড়ক ভারতের একটি খনিজ সমৃদ্ধ অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে। এটি কলকাতা, রায়পুর, নাগপুর, আকোলা, ধুলে এবং সুরাতের মতো প্রধান শহরগুলিকে যুক্ত করে।

আমাদের ছায়াপথের সবচেয়ে সঠিক মানচিত্র দেখেছেন কি? তা আরও উন্নত করা হচ্ছেআমাদের ছায়াপথের সবচেয়ে সঠিক মানচিত্র দেখেছেন কি? তা আরও উন্নত করা হচ্ছে

এর আগে এই রেকর্ড অর্জন করেছিল ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাবলিক ওয়ার্কস অথরিটি আশগাল (‌কাতার)‌। তারা আল-খোর এক্সপ্রেসওয়ের ২৫ কিমি রাস্তা ১০ দিনে তৈরি করে এই রেকর্ড গড়েছিল তারা।

English summary
75 km of roads in just 5 days, India create world records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X