৯ই জুন থেকেই আমেরিকা ও কানাডায় উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার ৭৫টি বিমান, বুকিং শুরু ৫ই জুন
৯ই জুন থেকেই শুরু হতে চলেছে এয়ার ইন্ডিয়ার ভারত-আমেরিকা ও ভারত-কানাডা বিমান পরিষেবা। প্রাথমিক ভাবে ৭৫ টি বিমান নিয়েই উড়ান পরিষেবা চালু করা হবে বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। ভারত সরকারের বন্দে ভারত মিশনের আওতাতেই এই পরিষেবা প্রদান করা হবে বলে খবর।

৯ই জুন থেকে ৩০শে জুন পর্যন্ত চলবে এই বিমান পরিষেবা। টিকিট পাওয়া যাবে আগামী ৫ই জুন বিকেল ৫টার পর থেকে। এর আগে ৭ মে থেকে ১৬ মে প্রথম ধাপে প্রায় ১২টি দেশ থেকে প্রায় ১৬,৭১৬ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয় বলে জানা যাচ্ছে। এরপর ১৬ থেকে ২২ মে পর্যন্ত বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে এয়ার ইন্ডিয়ার ১৪৯টি বিমান উড়ে যায় প্রায় ৩১টি দেশে।
এরপর দ্বিতীয় পর্যায়ে এয়ার ইন্ডিয়ার মোট ৪২৯টি বিমানে ৬০টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চলছে। যোগ দিয়েছে ইন্ডিগোও। এই পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা ১৩ই জুন। সূত্রের খবর, এরপর ১৪ই জুন থেকেই শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের বন্দে ভারত মিশন। এদিকে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি প্রবাসী ভারতীয় দেশে ফিরতে চেয়ে ভারত সরকারে কাছে আবেদন করেছেন।

অগ্নিগর্ভ আমেরিকায় জর্জ ফ্লয়েড কাণ্ডে এবার খোদ ট্রাম্প কন্যা প্রতিবাদে সামিল! মার্কিন মুলুকে নয়া ছবি