For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৩তম স্বাধীনতা দিবস : সম্প্রীতির বার্তা, দেশকে অর্থনীতিতে শক্তিশালী করার ডাক প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী হিসাবে ষষ্ঠবার এবং দ্বিতীয়বার সরকারে আসার পরে প্রথমবার স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী হিসাবে ষষ্ঠবার এবং দ্বিতীয়বার সরকারে আসার পরে প্রথমবার স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। ৭৩তম স্বাধীনতা দিবসের অন্য আকর্ষণও রয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার কেন্দ্রে ক্ষমতায় আসার পরে কিছুদিন আগেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে কেন্দ্র। যা নিয়ে সারা দেশে আলোচনা চলছে। এমনকী বিদেশি শক্তিগুলিও ভারতের এই পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। সবমিলিয়ে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে ও সামগ্রিক উন্নয়ন নিয়ে কোন বার্তা দেন এখন সেটাই দেখার। [স্বাধীনতা দিবসের সমস্ত ছবি একনজরে]

LIVE ৭৩তম স্বাধীনতা দিবস : লালকেল্লা থেকে ভাষণ দেবেন মোদী

Newest First Oldest First
9:08 AM, 15 Aug

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলেন ভারতের উন্নয়নের রোডম্যাপ। কী কী করতে হবে আগামিদিনে তার আভাস ও আহ্বান দিলেন প্রধানমন্ত্রী।
9:01 AM, 15 Aug

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ২০২২ সালের মধ্যে অন্তত ১৫টি জায়গায় ঘুরে আসুন। একটু অসুবিধা হলেও ভ্রমণ করুন। তাহলেই পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে। এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী মোদী।
8:57 AM, 15 Aug

পর্যটন শিল্পে জোর দেওয়ার ডাক। ২০২২ সালের মধ্যে নতুন সংকল্পের ডাক প্রধানমন্ত্রী মোদীর।
8:52 AM, 15 Aug

২ অক্টোবর থেকে প্লাস্টিক বর্জনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
8:51 AM, 15 Aug

আমার সরকারে থাকাকালীন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষ পূর্তি করতে পারব এটা সৌভাগ্যের বিষয়।
8:43 AM, 15 Aug

সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন মোদী। প্রতিবেশী পাকিস্তানের নাম না নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রশংসায় ভরালেন সেনাকে।
8:36 AM, 15 Aug

পর্যটন, বিজ্ঞানে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদীর। বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট পদক্ষেপ দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দিকে পৌঁছে দিতে পারে বলে মনে করছেন মোদী।
8:32 AM, 15 Aug

দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী পাঁচ বছরে। রাস্তা কঠিন হলেও এগিয়ে যাওয়ার শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
8:28 AM, 15 Aug

দুর্নীতি ও কালো টাকার মতো ইল্যু গত সত্তর বছর ধরে ভারতকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে দেশকে টেনে তুলতে হবে।
8:25 AM, 15 Aug

যারা নিয়ম মেনে পরিবার পরিকল্পনা করেছেন তাঁরা দেশগঠনে ভূমিকা রেখেছেন, বলছেন প্রধানমন্ত্রী।
8:16 AM, 15 Aug

জনবিস্ফোরণ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী। গণচেতনা তৈরি করে জনবিস্ফোরণ রোধে পদক্ষেপ করার আহ্বান জানালেন দেশবাসীকে। এই নিয়ে জনচেতনাই ভারতকে এগিয়ে দিতে পারে। সেজন্য শিক্ষার ওপরে গুরুত্বপ আরোপ করলেন প্রধানমন্ত্রী।
8:04 AM, 15 Aug

লালকেল্লা থেকে এক দেশ এক ভোটের পক্ষে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে একসঙ্গে ভোট হওয়া উচিত বলেই ফের একবার মত জানিয়েছেন প্রধানমন্ত্রী।
7:57 AM, 15 Aug

কাশ্মীরবাসীকে পরাধীন করে রাখা হয়েছিল। ন্যূনতম স্বাধীনতাটুকুও তাদের ছিল না। সকলের উন্নয়নের চেষ্টাই এই সরকার করবে। কাশ্মীরের সঙ্গে দেশের সরকারের নতুন সম্পর্ক তৈরি হয়েছে। দেশের অন্য রাজ্য ও কাশ্মীর এখন সমান।
7:54 AM, 15 Aug

কাশ্মীরবাসীর আশা পূর্ণ হোক সেটা দেখা সরকারের দায়িত্ব, গোটা দেশবাসীর দায়িত্ব।
7:53 AM, 15 Aug

সমস্যা সরিয়ে রাখার সময় নেই। যে কাজ সত্তর বছরে হয়নি তা দ্বিতীয়বার সরকারে আসার পরে ৭০ দিনের কম সময়ে আমরা করেছি। লোকসভা ও রাজ্যসভায় আমরা ৩৭০ ধারা বিলোপের বিল পাশ করেছি। দেশবাসী এটাই চেয়েছিলেন। দেশবাসীর এই কাজই আমরা পূর্ণ করেছি।
7:52 AM, 15 Aug

দেশ যদি ভ্রুণ হত্যা, অচ্যাচার সহ নানা বিষয়ে পদক্ষেপ করতে পারি, তাহলে মুসলমান মহিলাদের কেন যোগ্য সম্মান দিতে পারি না? এটা রাজনৈতিক বিষয় নয়। সংবিধানে মহিলাদের অধিকার সুনিশ্চিত করতেই এই তিন তালাকের আইন বানানো হয়েছে।
7:47 AM, 15 Aug

২০১৪ সালে আমরা সরকারে আসার আগে মানুষের মনে হতাশা ছিল। ২০১৯ সালে এসে দেখলাম মানুষ নতুন স্বপ্ন নিয়ে বাঁচতে শিখেছে। মনে করছে, আমাদেরও উন্নয়ন সম্ভব। পাঁচ বছরে এই সরকার মানুষের মনে বিশ্বাস তৈরি করতে পেরেছে।
7:41 AM, 15 Aug

সরকারে আসার পরে একেরপর এক ঐতিহাসিক পদক্ষেপ করা হয়েছে। তিন তালাক, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, ইত্যাদির প্রসঙ্গ টেনে নতুন ভারত গড়ার ডাক মোদীর।
7:40 AM, 15 Aug

দেশের বিভিন্ন অংশে বন্যা বিধ্বস্ত দেশবাসীকে সমমর্মিতা প্রধানমন্ত্রীর।
7:40 AM, 15 Aug

দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করা সকলকে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী মোদীর।
7:38 AM, 15 Aug

লালকেল্লা থেকে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর।
7:32 AM, 15 Aug

লালকেল্লায় হাজির প্রধানমন্ত্রী মোদী।
7:27 AM, 15 Aug

লালকেল্লায় প্রচুর জনসমাগম। আর কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
7:25 AM, 15 Aug

দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
7:24 AM, 15 Aug

ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। বিদেশ সচিব মাইক পম্পেও শুভেচ্ছা জানালেন ভারতবাসীকে।
7:18 AM, 15 Aug

দেশবাসীকে টুইটারে আগেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী।
12:43 AM, 15 Aug

কাশ্মীর সীমান্তে সেনা ও বিএসএফ কড়া প্রহরায় রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে।
12:42 AM, 15 Aug

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৪০ হাজার পুলিশ মুম্বই শহরে প্রহরা দেবে বলে জানা গিয়েছে।
12:41 AM, 15 Aug

প্রথমে লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী মোদী। তারপরই ভাষণ দেবেন তিনি।
12:40 AM, 15 Aug

এদিন কাশ্মীরের সাম্প্রতিক অবস্থা থেকে শুরু করে দেশের অর্থনীতি নিয়ে বক্তব্য রাখতে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী মোদীকে।
READ MORE

English summary
73rd Independence Day : Get all the live updates of PM Modi speech from Red Fort
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X