দেশজুড়ে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন, গুগল ডুডলে ভেসে উঠল ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবি
দেশজুড়ে পালিত হচ্ছে ৭২ তম প্রজাতন্ত্র দিবস। ভারতের ঐতিহাসিক দিনকে সম্মান জানাল গুগুল। ভারতের বিশেষ এই দিন উদযাপনে গুগল ডুডলে ফুটিয়ে তোলা হল ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবি।

১৯৫০ সালে আজকের দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। গণতান্ত্রিক দেশে সুনিশ্চিত হয়েছিল প্রত্যেক ভারতবাসীর সমমর্যাদা ও সমঅধিকার। ৭১ বছর ধরে একইভাবে ভারত বাসীর এই মর্যাদা রক্ষা করা হচ্ছে।
এবার ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যকে ধারণাকে গুগল তাদের বিশেষ ডুডলে ফুটিয়ে তুলল। ভারতের ঐতিহ্য, সার্বভৌমত্ব, সংস্কৃতি, আন্তরিকতা ছবিই ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে। ক্রিকেট থেকে সংগীত, সাহিত্য থেকে নৃত্যকলা, ভারতের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য আজ ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের দিন গুগলের ডুডলে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
দেশের বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, সংগীত, নাচ, খেলা, গান বাজনা, পোশাককে তেরঙ্গার রংয়ের ব্যবহারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলল গুগল। দেশের তেরঙ্গার রং ব্যবহার করেই গুগলের এই ডুডল তৈরি করা হয়েছে। মুম্বইয়ের শিল্পী ওঙ্কার ফন্ডেকরের ভাবনায় এই গুডল তৈরি করা হয়েছে।
অন্যদিকে এদিন দিল্লি থেকে কলকাতা, দেশের বিভিন্ন প্রান্তে ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। করোনা আবহে এদিন অনুষ্ঠানের অনেকটাই কাটছাঁট করা হয়েছে। দিল্লি থেকে কলকাতার অনুষ্ঠান সংক্ষিপ্ত করার পাশাপাশি এবছর সাধারণ নাগরিকদের জন্যে বিশেষ এই অনুষ্ঠান দেখার সুযোগ নেই। দিল্লির রাজপথ থেকে কলকাতার রেড রোডে কুচকাওয়াজ ও ট্যাবলোর প্রদর্শনে মধ্যে দিয়ে ভারতের বিশেষ এই দিনটি উদযাপন করা হল। এদিন দিল্লির প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে দেশের শহীদদের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী।