For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী জমানার ৭ বছর, মন কী বাতে করোনা যোদ্ধাদের কুর্নিশ প্রধানমন্ত্রীর

মোদী জমানার ৭ বছর, মন কী বাতে করোনা যোদ্ধাদের কুর্নিশ প্রধানমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে লড়ছে গোটা দেশ। এদিকে প্রায় ১ টানা দেড় বছরের মহামারির জেরে ধুঁকছে গোটা দেশের অর্থব্যবস্থা, ভেঙে পড়েছে শিক্ষার পরিকাঠামো। এরই মধ্যে এদিনই প্রধানমন্ত্রিত্বের ৭ বছর সম্পন্ন হল নরেন্দ্র মোদীর। এবার সেই উপলক্ষ্যেই ৭৭তম মন কী বাত অনুষ্ঠানে বিশেষ বার্তাও দিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কুর্নিশ জানালেন করোনা যোদ্ধাদের।

মোদী জমানার ৭ বছর, মন কী বাতে করোনা যোদ্ধাদের কুর্নিশ প্রধানমন্ত্রীর

রবিবার সকালে 'মন কি বাত’ অনুষ্ঠানে দেশের ডাক্তার, নার্স এবং প্রথমসারির যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানান মোদী। দেশের এই কঠিন পরিস্থিতিতেও করোনা ভাইরাসের বিরুদ্ধে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন করোনা যোদ্ধারা, সেজন্য তাঁদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। তবে এই কঠিন সময়ও কেটে যাবে বলে আশ্বস্ত করেন তিনি৷

অন্যদিকে প্রথম সারির যোদ্ধাদের সঙ্গে কথা বলতে ভ্যাকসিনের বিষয়ও উল্লেখ করেন মোদী৷ ভ্যাকিসন নিয়ে সকলকে আশ্বস্ত করার পাশাপশি ভুয়ো ভ্যাকসিনের বিষয়েও সকলে সতর্ক করেন তিনি। এমনকী এদিন অ্যাম্বুলেন্স চালক প্রেমা ভর্মার সঙ্গে সরাসরি কথাও বলেন তিনি৷ তাঁর কাজের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী৷ মোদী জমানার ৭ বছরের খতিয়ান তোলার বদলে এদিন তাঁর বক্তব্য জুড়ে ছিল শুধুই চিকিৎসক ও প্রথম সারির যোদ্ধাদের নিয়ে প্রশংসা৷

নারী শক্তির অনন্য নজির, মন কি বাতে অক্সিজেন এক্সপ্রেসের মহিলা চালকের প্রশংসায় নরেন্দ্র মোদীনারী শক্তির অনন্য নজির, মন কি বাতে অক্সিজেন এক্সপ্রেসের মহিলা চালকের প্রশংসায় নরেন্দ্র মোদী

এদিন মোদীকে বলতে শোনা যায়, করোনা আবহে এখন সাধারণ মানুষের ধৈর্য্য পরীক্ষা হচ্ছে৷ তবে এই অসময় দ্রুত কেটে যাবে বলেও আশা প্রকাশ করে তিনি। পাশাপাশি লকোমোটিভ পাইলট ও অক্সিজেন কন্টেনার চালকদের সঙ্গেও কথা বলেন মোদী। এদিকে মোদী সরকারের ৭ বর্ষপূর্তির আগের দিনই ঘোষণা করা হয়, এবার থেকে করোনা মা-বাবা হারা অনাথ শিশুদের দায়িত্ব নেবে কেন্দ্র৷

English summary
Prime Minister tributes coronavirus fighters in Maan ki baat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X