For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের নেতৃত্বে প্রধান বিচারপতি মিশ্রকে সরানোর প্রক্রিয়ায় ঘি ঢালা শুরু, জমা পড়ল ইমপিচমেন্ট নোটিশ

রাজ্যসভা চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইড়ুর সঙ্গে দেখা করে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে সরানোর প্রক্রিয়া শুরু করে দিল বিরোধীরা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভা চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইড়ুর সঙ্গে দেখা করে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে সরানোর প্রক্রিয়া শুরু করে দিল বিরোধীরা। এদিন কংগ্রেসের নেতৃত্বে সাতটি বিরোধী দল প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিয়েছে।

কংগ্রেসের নেতৃত্বে প্রধান বিচারপতি মিশ্রকে সরানোর প্রক্রিয়া শুরু, জমা পড়ল ইমপিচমেন্ট নোটিশ

সাতটি দলের ৭১ জন সাংসদ একযোগে এম বেঙ্কাইয়া নাইড়ুর কাছে নোটিশ পাঠান বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে।

কংগ্রেস ছাড়াও এই দলে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সিপিআইএম, সিপিআই, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির নেতারা। এদিন নোটিশ দেওয়ার আগে এই দলের নেতারা সংসদে মিলিত হন। তারপরই আলোচনা করে ইমপিচমেন্ট নোটিশ দেওয়া হয়েছে।

রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জানিয়ে দেন এই ইমপিচমেন্ট নোটিশ বিরোধীরা দিচ্ছে। এদিন বৈঠকে কংগ্রেসের আজাদ ছাড়াও কপিল সিব্বল, রণদীপ সূরযেওয়ালা, সিপিআইয়ের ডি রাজা ও এনসিপি-র বন্দনা চৌহানরা উপস্থিত ছিলেন।

তৃণমূল কংগ্রেস ও ডিএমকে-র মতো দল এই ইমপিচমেন্ট নোটিশের পক্ষ্যে থাকলেও পরে এই পদক্ষেপ থেকে সরে এসেছে বলে জানা গিয়েছে।

English summary
7 parties led by Congress submit impeachment notice against CJI Dipak Misra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X