For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড আবহে কুম্ভ! করোনা বিধি ভুলে হরিদ্বারে একদিনেই গঙ্গা স্নান ৭ লক্ষ পুণ্যার্থীর

Google Oneindia Bengali News

করোনা আবহে ধর্মে আস্থা রেখেই উৎসব করা থেকে বিরত থাকেনি দেশবাসী। সেই পরিস্থিতিতে দিওয়ালি, দুর্গাপুজোর সময় সংক্রমণের গ্রাফ চূড়োতে পৌঁছেছিল দেশে। ডিসেম্বরে অবশ্য সেই সংখ্যা নামতে শুরু করে। তবে মকর সংক্রান্তি উপলক্ষে ফের সচেতনতা ভুলে কয়েক লক্ষ মানুষের গঙ্গা স্নান ঘিরে ফের আশঙ্কা বাড়ল দেশে।

করোনার মাঝেই জন সমাগম

করোনার মাঝেই জন সমাগম

উৎসবের আবহে জন সমাগম রুখতে একাধিকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে সমাজ সচেতন মানুষদের। ২০২০ সালে পরপর রথযাত্রা থেকে শুরু করে দুর্গাপুজোর উপর আদালতের নিষেধাজ্ঞার কোপ পড়তে দেখা গিয়েছে। গঙ্গাসাগর স্নান নিয়েও আদালতের দ্বারস্থ হতে দেখা গিয়েছেল সমাজকর্মীদের। তবে সেখানেও মানুষের সচেতনতা নজরে পড়েছে। তবে চিত্রটা অনেকটাই আলাদা হরিদ্বারে।

হরিদ্বারের ঘাটে স্নান করেন ৭,১১,০০০ জন পুণ্যার্থী

হরিদ্বারের ঘাটে স্নান করেন ৭,১১,০০০ জন পুণ্যার্থী

গঙ্গায় পুণ্যস্নানের মধ্যে দিয়ে হরিদ্বারে বৃহস্পতিবার সূচনা হল এবছরের কুম্ভ মেলার। সাধারণত যা শেষ হওয়ার কথা সাড়ে তিন মাস পর। কিন্তু কোভিড মহামারীর কারণে মেলার দিন কমিয়ে ৪৮ দিন করা হয়েছে। ফলে আগামী ২৭ এপ্রিল শেষ হবে মেলা। প্রথম দিনই হরিদ্বারের ঘাটে স্নান করেন ৭,১১,০০০ জন পুণ্যার্থী।‌

৯৭৪ জনকে কোভিড নির্দেশিকা লঙ্ঘনের জন্য জরিমানা

৯৭৪ জনকে কোভিড নির্দেশিকা লঙ্ঘনের জন্য জরিমানা

উত্তরাখণ্ড সরকার দাবি করেছে, সবরকম কোভিড বিধিই মানা হয়েছিল পুণ্যস্নানের সময় এবং ৯৭৪ জনকে কোভিড নির্দেশিকা লঙ্ঘনের জন্য জরিমানাও করা হয়েছে। মেলার নিরাপত্তায় উত্তরাখণ্ড সন্ত্রাসদমন শাখা, প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি বা পিএসি এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স।

English summary
7 lakhs gather Kumbh mela's first day in Haridwar in Uttarakhand amid Coronavirus scare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X