For Quick Alerts
For Daily Alerts
মুম্বইয়ে বহুতলে আগুন, মৃত ৭, আহত ৫ দমকলকর্মী

মুম্বইয়ের দক্ষিণপ্রান্তে কেম্পস কর্ণার অঞ্চলের ২৬তলা বিশিষ্ট মন্ট ব্ল্যাঙ্ক বিল্ডিংয়ের ১২ তলায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিসংযোগের ফলে বহুতলে রাখা একাধিক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।
মৃতেরা প্রত্য়েকেই ওই বহুতলের বাসিন্দা। আগুন লাগার পর খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১৪টি ইঞ্জিন,৭টি জলের ট্যাঙ্ক আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।