For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ ঘন্টায় ৭ সদ্যোজাতের মৃত্যু অসমে, হাসপাতালকে ক্লিনচিট স্বাস্থ্যমন্ত্রীর

অসমের সরকারি হাসপাতালে ২২ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ৭টি সদ্যোজাতের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল, হাসপাতালকে ক্লিনচিট দিলেন স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সরকারি হাসপাতালে ২২ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ৭টি সদ্যোজাতের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে অসমের ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজে। এই সাতটি সদ্যোজাতের মধ্যে ৫জনের মৃত্য়ু হয়ে বুধবার সন্ধে ৭.৩০ থেকে রাত ১১টার মধ্যেই। আর বাকি ২জনের মৃত্যু হয় বৃহস্পতিবার। তবে এই ৭টি সদ্যোজাতের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা দেখছেন না অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

২২ ঘন্টায় ৭ সদ্যোজাতের মৃত্যু অসমে, হাসপাতালকে ক্লিনচিট স্বাস্থ্যমন্ত্রীর

এতগুলির মৃত্যুর জন্য প্রসূতিদের কম বয়স ও সদ্যোজাতের কম ওজনকেই দায়ী করেছেন হেমন্ত বিশ্বশর্মা। তিনি সাফ জানিয়েছেন, হাসপাতালের কোনও গাফিলতি নেই। মৃত ৭টি শিশুর মধ্যে ২জনের মায়ের বয়স ২০ বছরের মধ্যে বলে দাবি করেছেন তিনি। অস্বাভাবিক দুর্বলতা নিয়েই শিশুগুলির জন্ম হয় এবং চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী।

বিধানসভার ভেতরে ও বাইরে বারবার করে কমবয়সে গর্ভধারণের কুফল নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসছে না বলে মন্তব্য করেছেন তিনি। অসমের সরকারি হাসপাতালে মাসে ৬০টি সদ্যোজাতের মৃত্যু একেবারেই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে একদিনে ৫টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গোটা দেশের মধ্যে তুলনামূলকভাবে সদ্যোজাতের মৃত্যুর হার অসমে অনেকটাই বেশি।

English summary
7 infant died within 22 hours in Assam, health minister blames early pregnancy and under weight of infants.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X