For Quick Alerts
For Daily Alerts

ছত্তিশগড়ে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে হত সাত জওয়ান
রায়পুর, ৩০ মার্চ : ছত্তিশগড়ের দান্তেওয়ারায় মাওবাদী কার্যকলাপে যেন কিছুতেই লাগাম পরাতে পারছে না প্রশাসন। এদিনও এখানে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে সাত সিআরপিএফ জওয়ানকে হত্যা করল মাওবাদীরা।
সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ দান্তেওয়ারার বাসারস-কুয়াকোন্ডা এলাকায় মাওবাদীরা ল্যান্ডমাইন পেতে রেখেছিল। তার উপর দিয়ে যাওয়ার সময়ে বিস্ফোরণে আধা সামরিক বাহিনীর একটি টাটা ৭০৯ মিনি ট্রাক উড়ে যায়। ঘটনায় সাত জওয়ান প্রাণ হারান।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রাস্তায় চারফুট গর্ত হয়ে যায়। নিহত জওয়ানরা দক্ষিণ বস্তার এলাকায় মাওবাদী দমনে নিযুক্ত আধাসামরিক বাহিনীর ২৩০ ব্যাটালিয়নের সদস্য।
জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাদের পরনে সেনার পোশাক পর্যন্ত ছিল না। তাদের ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে সমস্ত অস্ত্র মাওবাদীরা লুঠ করে নিয়ে গিয়েছে।
Comments
English summary
7 CRPF men killed in Dantewada landmine blast, weapons looted
Story first published: Wednesday, March 30, 2016, 19:33 [IST]