
বেঙ্গালুরুর ৬টি স্কুলে বোমা রাখার হুমকি, আতঙ্ক পড়ুয়াদের মধ্যে
শুক্রবার সকালে কর্নাটকের বেঙ্গালুরুর সাতটি স্কুলকে বিস্ফোরকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ফোন পাওয়ার পরই তড়িঘড়ি করে পুলিশ ওই ছয়টি স্কুলে হানা দেয় এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড ছ’টি স্কুলের ক্যাম্পাস ঘুরে দেখেন। এই স্কুলগুলিতে পুলিশ কোনও ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে যে বিস্ফোরকের হুমকি ভুয়ো ছিল। যদিও স্কুল চত্ত্বর পুলিশ ঘিরে রেখেছে। স্কুলে পরীক্ষা চলছে বলে পুলিশ এখনই কোনও ঝুঁকি নিতে চাইছে না। জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ ইমেল মারফৎ এই বিস্ফোরকের হুমকি আসে। ইমেলে বলা হয়েছে যে স্কুলে বোম রাখা রয়েছে। ইমেলের বয়ান অনুযায়ী, 'খুব শক্তিশালী বিস্ফোরণ আপনাদের স্কুলে রাখা আছে, মনে রাখবেন এটা কোনও মশকরা নয়, কোনও মজা নয়, খুব শক্তিশালী বোম আপনাদের স্কুলে রাখা রয়েছে, তাড়াতাড়ি পুলিশকে খবর দিন এবং মনে রাখবেন আপনার সহ শত শত জীবন ভুক্তভোগী হবে, দেরি করবেন না। সবকিছু এখন আপনার হাতে।’
স্কুলগুলি হল
১) দিল্লি পাবলিক স্কুল, বার্থুর
২) গোপালন ইন্টারন্যাশনাল স্কুল
৩) নিউ অ্যাকাডেমি স্কুল
৪) সেন্ট ভিনসেন্ট স্কুল
৫) ইন্ডিয়ান পাবলিক স্কুল, গোবিন্দপুর
৬) ইবেনেজার আন্তর্জাতিক স্কুল, ইলেকট্রনিক সিটি
এর পাশাপাশি আর একটি স্কুলেও বোমা থাকার হুমকি মেল এসেছে বলে জানা গিয়েছে।