For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ৬৯ শতাংশ গো-হিংসার ঘটনা ঘটেছে শুধু উত্তরপ্রদেশে, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

গো-হিংসা সংক্রান্ত ঘটনায় যেন উত্তরপ্রদেশ বাকী সব রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার। তারপর থেকে গো-হিংসা সংক্রান্ত ঘটনায় যেন উত্তরপ্রদেশ বাকী সব রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে। দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে দেশের মোট গো-হিংসা সংক্রান্ত ঘটনার ৬৯ শতাংশই এরাজ্যে ঘটেছে। এমনই পরিসংখ্যান পেশ করেছে ফ্যাক্টচেকার ডট ইন।

সবচেয়ে আগে উত্তরপ্রদেশ

সবচেয়ে আগে উত্তরপ্রদেশ

২০১৮ সালে সারা দেশে ২১টি হিংসার ঘটনা ঘটেছে। তাতে মারা গিয়েছেন ১০ জন। যার মধ্যে সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশ গরু সংক্রান্ত হিংসা ও হামলায় ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশ পয়লা নম্বরে রয়েছে। এরাজ্যে এবছর ৪ জন মারা গিয়েছে। গতবছরে পশ্চিমবঙ্গে ৫ জন গো-হিংসার ঘটনায় মারা গিয়েছিল। ফলে ২০১৭ সালে বাংলা পয়লা নম্বরে ছিল।

সবচেয়ে বেশি গো-হিংসা

সবচেয়ে বেশি গো-হিংসা

২০১৭ সালের মার্চে আদিত্যনাথ সরকারে আসার আগে উত্তরপ্রদেশে পাঁচটি গো-হিংসা সংক্রান্ত ঘটনা ঘটে। তারপরে এবছরের ডিসেম্বর পর্যন্ত ১১টি হিংসার ঘটনা ঘটেছে। যা সারা দেশে সর্বোচ্চ।

চাপে যোগী

চাপে যোগী

এই মাসের প্রথম সপ্তাহে উত্তরপ্রদেশে ইনস্পেক্টর সুবোধ কুমার সিং মারা যান। গো-হিংসায় মদতকারীদের হাতেই তিনি খুন হন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। যা নিয়ে যোগী সরকার ফের চাপে রয়েছে। এই পুলিশ ইনস্পেক্টর গো-হিংসায় মারা যাওয়া মহম্মদ আখলাকের খুনের তদন্ত করছিলেন।

[আরও পড়ুন:২০১৮-য় দেশের সেরা 'নিউজমেকার' কারা! দেখুন সেরাদের তালিকা][আরও পড়ুন:২০১৮-য় দেশের সেরা 'নিউজমেকার' কারা! দেখুন সেরাদের তালিকা]

English summary
69 per cents incidents of Cow-related violence in India reported from Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X