For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬৯ জন করোনা রোগী ফুটপাথে বসে থাকলেন ঘণ্টাখানেক! উঠে এল চূড়ান্ত অব্যবস্থার দৃশ্য

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ রোধে সবরকম ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে। তবে প্রথম থেকে দেশে একটা প্রশ্ন উঁকি মারছিল, কতটা প্রস্তুত আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আর সেই স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালটাই বেরিয়ে এল উত্তরপ্রদেশে। সেই রাজ্যের এটাওয়াহ জেলায় উঠে এল এক অভাবনীয় দৃশ্য হাসপাতালের বাইরে ফুটপাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ৬৯ জন করোনা আক্রান্ত রোগীকে।

রোগীরা ফুটপাথে দাঁড়িয়ে থাকে প্রায় ১ ঘণ্টা

রোগীরা ফুটপাথে দাঁড়িয়ে থাকে প্রায় ১ ঘণ্টা

উত্তরপ্রদেশের এটাওয়াহ জেলার সাইফাইতে এই অভাবনীয় দৃশ্য মোবাইলের ক্যামেরাবন্দি করে স্থানীয়রা। তাতে দেখা যায় সেখানকার সরকারি হাসপাতালের ফ্লু-এর আউটপেশন্ট দফতরের গেটের বাইরে দাঁড়িয়ে অন্তন ৬৯ জন করোনা রোগী। তারা একটি বাস থেকে নেমে সেখানেই দাঁড়িয়ে থাকে প্রায় ১ ঘণ্টা। পরে চিকিৎসকরা এসে তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করেন।

আগ্রা থেকে সেখানে নিয়ে আসা হয় এদের

আগ্রা থেকে সেখানে নিয়ে আসা হয় এদের

এই ৬৯ জন রোগীকেই আগ্রার হাসপাতাল থেকে সাফাইতে পাঠানো হয়েছিল। ১১৬ কিলোমিটারের দূরত্ব পার করে এভাবে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকতে হয় এই রোগীদের। এই খবর প্রকাশ পেতেই হতভম্ব বিভিন্ন মহল। যদিও স্থানীয় প্রশাসনের দাবি এই রোগীদের সঙ্গে এস্কর্ট ছিল।

সেখানে দাঁড়িয়ে কী করছিলেন রোগীরা?

সেখানে দাঁড়িয়ে কী করছিলেন রোগীরা?

প্রশাসন যাই বলুক ভিডিও কিন্তু অন্য কথা বলে। একটি ভিডিওতে দেখা যায় এই রোগীরা বসে আছে ফুটপাথের উপর। আরও একটি ভিডিওতে দেখা যায় যে রোগীরা বাসের পাশে পড়ে থাকা এক বস্তা থেকে খুব সম্ভবত জলের বোতল কুড়িয়ে নিচ্ছে। এদের সবারই মুখে মাস্ক ছিল। আর এস্কর্ট বলতে আশেপাশে দেখা যায় শুধু দুই পুলিশ অফিসারকে।

সেই সময় পুলিশ কী করছিল!

সেই সময় পুলিশ কী করছিল!

ভিডিওতে এরপর দেখা যায় এলাকার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে। চন্দ্রপাল সিং নামক সেই পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, "আপনারা এখানেই দাঁড়ান। আমাদের কাছে আগের থেকে কোনও খবর ছিল না। লিস্ট বানানো হচ্ছে। আপনারা অন্য কোথাও ঘুরে বেরাবেন না। লিস্ট চৈরি হয়ে গেলেই আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ভিতরে।"

উঠে এল অব্যবস্থার চিত্র

উঠে এল অব্যবস্থার চিত্র

স্পষ্টত যোগোযের অভাব ও অব্যবস্থা ফুটে ওঠে এই ভিডিওতে। তবে সাফাই হাসপাতালের প্রধান তথা সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, কোনও ডাক্তার বা নার্সের ভুল নেই এই ঘটনায়। যদিও তিনি স্বীকার করে নিয়েছেন যে ভুল বোঝাবুঝির কারণেই এরম ঘটনা হয়েছে।

English summary
69 COVID-19 Patients Wait On Footpath Outside UP Hospital For Admission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X