For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা কাণ্ডের সব অভিযুক্ত সহ কাশ্মীরে নিকেশ ৬৬ জঙ্গি, দাবি সূত্রের

পুলওয়ামা হামলার সব অভিযুক্ত সহ কাশ্মীরে চলতি বছরে ৬৬ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী। দেশের গোয়েন্দা সংস্থার তরফে এমনই খবর জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার সব অভিযুক্ত সহ কাশ্মীরে চলতি বছরে ৬৬ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী। দেশের গোয়েন্দা সংস্থার তরফে এমনই খবর জানানো হয়েছে। এমনকী খতম হওয়া জঙ্গিদের মধ্যে ২৭ জন জইশ-ই-মহম্মদের সদস্য বলেও গোয়েন্দাদের তরফে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

পুলওয়ামা কাণ্ডের সব অভিযুক্ত সহ কাশ্মীরে নিকেশ ৬৬ জঙ্গি, দাবি সূত্রের

প্রকাশিত তথ্য অনুযায়ী, পুলওয়ামা হামলার ৪৫ দিনের মধ্যে ঘটনায় জড়িত প্রায় উনিশ জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তদন্তে এও জানা গেছে, ওই হামলার সঙ্গে আট জইশ জঙ্গির প্রত্যক্ষ যোগাযোগ ছিল। তাদের প্রত্যেককেই নিকেশ করার পাশাপাশি কাশ্মীরে জইশ-ই-মহম্মদের ৪০ জন ওভার গ্রাউন্ড সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে গোয়েন্দা সংস্থার তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে। টেকনিক্যাল এবং ইনফর্মার মারফত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতের নিরাপত্তা বাহিনী এই সাফল্য পেয়েছে বলেও প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় শহিদ হন প্রায় ৫০ জন ভারতীয় জওয়ান। এরপর উপত্যকায় জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়। ঘটনার চার দিন পর, হামলার অন্যতম চক্রী জইশ-ই-মহম্মদের কমান্ডার মুশাশির আহমেদ খান এবং ১১ মার্চ অন্য চক্রী সাজাদ ভাটকে নিকেশ করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

English summary
66 terrorists including all Pulwama attacker killed in J&K this year, said sources.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X