For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসম চা বাগানের ৬৬ জন কর্মীর মৃত্যু, বিষমদকাণ্ড নিয়ে ব্যাপক চাঞ্চল্য

৩৯ জন চাবাগান কর্মীর মৃত্যু ইতিমধ্যেই হয়েছে অসমের গোলাঘাট জেলায়। এরপর জানা যায়, মোট ৬৬ জন চাবাগন কর্মীর মৃত্যু হয়েছে অসমে।

  • |
Google Oneindia Bengali News

৩৯ জন চাবাগান কর্মীর মৃত্যু ইতিমধ্যেই হয়েছে অসমের গোলাঘাট জেলায়। এরপর জানা যায়, মোট ৮০ জন চা বাগান কর্মীর মৃত্যু হয়েছে অসমে। অসুস্থ ২০০ জনেরও বেশি। তাঁদের অসমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষমদ পানের জেরে এই মৃত্যু বলে খবর। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

অসম চা বাগানের ৬৬ জন কর্মীর মৃত্যু, বিষমদকাণ্ড নিয়ে ব্যাপক চাঞ্চল্য


উত্তর ভারতে বিষমদ কাণ্ডে ১০০ জনের মৃত্যুর খবরের দুই সপ্তাহ কাটতে না কাটতেই ফের একবার একই কারণে মৃত্যু সংবাদ অসম থেকে উঠে আসতে থাকে। রাজধানী গুয়াহাটির থেকে ৩১০ কিলোমিটার দূরের চাবাগানে বিষমদ পান করে মৃত্যু হয়েছে ৭ জন মহিলার। আর সবমিলিয়ে মৃতদের সংখ্য়া এপর্যন্ত পৌঁছেছে ৮০ জনে।

স্থানীয়দের দাবি এক গ্লাস মদ ১০ থেকে ২০ টাকায়বিক্রি হয় চা বাগান এলাকায়। আর সেই মদের লোভেই ঘটে গিয়েছে এই সর্বানাশ। এদিকে, গোলাঘাটের ডেপুটি কমিশনর জানিয়েছেন, ঘটনার তদন্তে নেমেছে অসম পুলিশ। কিছুতেই অপরাধীদের ছাড়া হবে না বলে তাঁর দাবি।

English summary
66 Tea Garden Workers Dead After Consuming Spurious Liquor in Assam, Govt Orders Probe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X