For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে বড় সাফল্য সেনার, ৬২জন মাওবাদীর একসঙ্গে আত্মসমর্পণ

একসঙ্গে ৬২জন মাওবাদী আত্মসমর্পণ করল অশান্ত ছত্তিশগড়ে।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে ভোটের আর বেশিদিন বাকী নেই। তার আগে দিন কয়েক আগেই মাওবাদীদের গুলিতে এক সাংবাদিক সহ কয়েকজন আধাসেনা নিহত হয়েছেন। যার জেরে সারা দেশে হইচই পড়ে যায়। প্রশাসন একেবারে সাঁড়াশি আক্রমণ করে অভিযানে নামতেই এল বড় সাফল্য।

ছত্তিশগড়ে বড় সাফল্য সেনার, ৬২জন মাওবাদীর একসঙ্গে আত্মসমর্পণ

একসঙ্গে ৬২জন মাওবাদী আত্মসমর্পণ করল অশান্ত ছত্তিশগড়ে। মাওবাদী অধ্যুষিত বস্তারে আইজি বিবেকানন্দ সিনহা ও নারায়ণপুরের পুলিশ সুপার জীতেন্দ্র শুক্লার সামনে এতজন মাওবাদী আত্মসমর্পণ করেছে।

[আরও পড়ুন: 'সরকারি কর্মচারী'দের জন্য খুশির খবর, এককালীন ২ লক্ষের ভাতা, জারি হল বিজ্ঞপ্তি][আরও পড়ুন: 'সরকারি কর্মচারী'দের জন্য খুশির খবর, এককালীন ২ লক্ষের ভাতা, জারি হল বিজ্ঞপ্তি]

মাওবাদীদের আত্মসমর্পণের পাশাপাশি ব্যাপক পরিমাণে অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। নকশাল নেতা-কর্মীরা ৫১টি দেশি অস্ত্র সহ ধরা দিয়েছে। এতজন মাওবাদী একসঙ্গে পুলিশের হাতে ধরা দেওয়ায় তা ভোটের মুখে অবশ্যই অন্যতম বড় সাফল্য বলে স্থানীয় প্রশাসন মনে করছে।

[আরও পড়ুন:সোনা-রুপো নয়, বস্তা বস্তা চুল লুঠ করে পালাল ডাকাতের দল ][আরও পড়ুন:সোনা-রুপো নয়, বস্তা বস্তা চুল লুঠ করে পালাল ডাকাতের দল ]

ছত্তিশগড়ের জঙ্গল অধ্যুষিত সীমান্ত এলাকাগুলিতে বরাবরই মাওবাদীদের প্রভাব দেখা গিয়েছে। এবারও ভোট বয়কটের ডাক দেয় তারা। সুকমা, বস্তার এলাকায় রীতিমতো আতঙ্কে আমজনতা। ভোট প্রচারে গিয়ে প্রাণ হাতে ফিরতে হচ্ছে রাজনেতাদেরও। এদিন এতজন মাওবাদীর আত্মসমর্পণে শান্তি ফেরে কিনা সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: দিঘার পথে স্বল্পে রক্ষা, প্রতিবাদী হতেই কিল-চড়-ঘুসি, আক্রান্ত তৃণমূল বিধায়ক ][আরও পড়ুন: দিঘার পথে স্বল্পে রক্ষা, প্রতিবাদী হতেই কিল-চড়-ঘুসি, আক্রান্ত তৃণমূল বিধায়ক ]

English summary
62 naxals have surrendered in poll bound Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X