For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামায় উদ্ধার ৬০ কেজি বিস্ফোরক, অন্তরালে লুকিয়ে চমকে যাওয়ার মতো রহস্য

পুলওয়ামায় উদ্ধার ৬০ কেজি বিস্ফোরক, অন্তরালে লুকিয়ে চমকে যাওয়ার মতো রহস্য

Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যে কাশ্মীরে বড়সর হামলার ছক সেনাবাহিনী। পুলওয়ামায় উদ্ধার করা হল ৬০ কেজির বিস্ফোরক বোঝাই গাড়ি। পুলওয়ামা হামলার মতোই নাশকতা ছক কষেছিল জঙ্গিরা। সেকারণেই এই বিপুল বিস্ফোরক জমা করেছিল বলে মনে করা হচ্ছে। এতে জঈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

৬০ কেজি বিস্ফোরক উদ্ধার

৬০ কেজি বিস্ফোরক উদ্ধার

করোনা সংক্রমণের মধ্যেই নাশকতার ছক কষছে জঙ্গিরা। বৃহস্পতিবার কাশ্মীর থেকে উদ্ধার হয়েছে ৬০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি। কাশ্মীর পুলিস ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাড়িটির সন্দেহজক গতিবিধি চিহ্নিত করে অভিযান চালানো হয়। গাড়িটি আটক করা হলে তার মধ্যে ৬০ কেজির বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেটা দিয়ে পুলওয়ামার ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা জঙ্গিদের ছিল বলে মনে করা হচ্ছে।

জৈশ-তৈবার যোগ

জৈশ-তৈবার যোগ

গোয়েন্দাদের অনুমান পুলওয়ামা ধাঁচে হামলা চালানোর জন্য জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা নামে দুটি জঙ্গি সংগঠন হাত মিলিয়ে কাজ করছিল বলে মনে করা হচ্ছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বিস্ফোরকগুলি নষ্ট করে। কাশ্মীর পুলিসের প্রধান দিলবাগ সিং সেই বোমা নিষ্ক্রিয় করার ভিডিও পোস্ট করেছেন।

ভারতে নাশকতার ছক

ভারতে নাশকতার ছক

ভারতে হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই জইশকে সঙ্গে নিয়ে ভারতে নাশকতা চালানোর ছক কষছে। তাতে দাউদকেও যোগ করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দারা। সাগর পথে বিস্ফোরক ও অস্ত্র পাচারের ছক কষছে তারা এমনও জানতে পেরেছে গোয়েন্দারা। এমনকী দাউদের ডি-কোম্পানিকেও নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা করছে তারা।

কাশ্মীরে জঙ্গি নিকেশ

কাশ্মীরে জঙ্গি নিকেশ

মে মাসের প্রথম থেকেই কাশ্মীরে লাগাতার অভিযান চালিয়ে একের পর এক জঙ্গি নিকেশ করেছে সেনাবাহিনী। এতেই চাপে পড়েছিল কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলি। একািধক জায়গায় পর পর অভিযান শুরু করতেই জঙ্গিদের বড় নাশকতার ছক বানচাল হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলায় লকডাউন এখনই তোলার পক্ষে নয় সরকার! চালানো হবে না ট্রেনও, ক্যাবিনেট সচিবকে জানালেন মুখ্যসচিববাংলায় লকডাউন এখনই তোলার পক্ষে নয় সরকার! চালানো হবে না ট্রেনও, ক্যাবিনেট সচিবকে জানালেন মুখ্যসচিব

English summary
60kg car bomb recover from pulwama terrorists try to plan more explotion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X