For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বালাসোর, ভদ্রক ও জাজপুরে ৬০ ঘণ্টার সম্পূর্ণ লকডাউন ঘোষণা ওড়িশা সরকারের

‌বালাসোর, ভদ্রক ও জাজপুরে ৬০ ঘণ্টার সম্পূর্ণ লকডাউন ঘোষণা ওড়িশা সরকারের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের লড়াইয়ে ফের ওড়িশা সরকার নতুন এক উদ্যোগ নিতে চলেছে। বৃহস্পতিবারই ওড়িশা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে বালাসোর, ভদ্রক ও জাজপুর জেলায় ৬০ ঘণ্টার জন্য সম্পূর্ণ লকডাউন করা হবে। যা বৃহস্পতিবার রাত দশটা থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। কোভিড–১৯–এর সংক্রমণ বাড়তে না দেওয়ার জন্যই সরকারের এই ঘোষমা বলে জানিয়েছেন মুখ্য সচিব অসিত ত্রিপাঠি।

এই তিন জেলায় নতুন করে আক্রান্তের খোঁজ মিলেছে

এই তিন জেলায় নতুন করে আক্রান্তের খোঁজ মিলেছে

জানা গিয়েছে, বৃহস্পতিবার জাজপুর থেকে ৪ জন ও বালাসোর থেকে ২ জন নতুন করোনা পজিটিভের খবর পাওযা গিয়েছে, এ নিয়ে ওড়িশায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। মুখ্য সচিব বলেন, ‘‌আগের পাঁচ দিনে ২৯ জন কোভিজ-১৯-এর কেস পাওয়া গিয়েছে যার মধ্যে ২৮ জনই বালাসোর, ভদ্রক ও জাজপুরের। আমাদের এই জেলাগুলিতে উচ্চস্তরের প্রস্তুতি নিতে হবে।'‌ তিনি জানিয়েছেন যে এইসব এলাকায় কার্ফুর মতো পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই সময় বাড়ি থেকে কোনও মানুষ বাইরে বেড়োবে না।

ছাড় মিলবে ওষুধের দোকান ও পণ্যবাহী যানের ওপর

ছাড় মিলবে ওষুধের দোকান ও পণ্যবাহী যানের ওপর

যদিও ওষুধের দোকানের মতো জরুরি পরিষেবাগুলি খোলা রাখা হবে। এছাড়াও পণ্যবাহী যান এইসব জেলার জাতীয় সড়কের ওপর দিয়ে অন্য জেলায় যাওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। এই জেলাগুলিতে করোনা পরীক্ষা তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যান্য পজিটিভ কেস সনাক্ত করতে সংস্পর্শে আসা মানুষদের খোঁজ চালানো সহ সরকার সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করছে। ত্রিপাঠি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ থেকে আসা মানুষদের জন্য রাজ্যে পজিটিভ কেস সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েতদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিবেশি রাজ্য থেকে এসেছে এমন মানুষকে সনাক্ত করতে।

লকডাউনের নিয়ম ভাঙলে আইনত ব্যবস্থা

লকডাউনের নিয়ম ভাঙলে আইনত ব্যবস্থা

ডিজিপি অভয় টুইট করে বলেছেন, ‘‌আমরা জাজপুর, ভদ্রক ও বালাসোরের বাসিন্দাদের কাছে আবেদন করেছি যে মুখ্য সচিব দ্বারা ঘোষিত ৬০ ঘণ্টার লকডাউনের ওপর নজর রাখছি। এই শাটডাউনের নিয়ম ভঙ্গ করলে পুলিশ-প্রশাসন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে।'‌ এই তিন জেলায় কোভিড-১৯-এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সরকার তিনজন সচিবকে নিয়োগ করেছেন।

মুখ্যমন্ত্রী চিঠি প্রাপ্তি জানিয়ে টুইটে পাল্টা আক্রমণ রাজ্যপাল ধনখড়েরমুখ্যমন্ত্রী চিঠি প্রাপ্তি জানিয়ে টুইটে পাল্টা আক্রমণ রাজ্যপাল ধনখড়ের

English summary
The Odisha government on Thursday announced a 60-hour complete shut down in Balasore, Bhadrak and Jajpur districts from 10 pm today till April 26, in view of rise in COVID-19 cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X