For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০জন চিনা বিশেষজ্ঞকে অবিলম্বে ভারত ছাড়ার নোটিস, মামলা গড়াল আদালতে

মেক ইন ইন্ডিয়া-কে বাস্তবায়িত করতে গিয়ে বাধার মুখে পড়তে হল এক মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে।

  • |
Google Oneindia Bengali News

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়া-কে বাস্তবায়িত করতে গিয়ে বাধার মুখে পড়তে হল এক মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে। দমনের একটি মোবাইল প্লান্টে কাজ করতে আসা ৬০ জন চিনা বিশেষজ্ঞকে অবিলম্বে দেশ ছেড়ে চলে যেতে বলা হল। অভিযোগ, বিজনেস ভিসার নিয়ম ভেঙেছেন এই চিনারা। এমনই জানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।

৬০জন চিনা বিশেষজ্ঞকে অবিলম্বে ভারত ছাড়ার নোটিস, মামলা গড়াল আদালতে

তবে যে সংস্থার হয়ে তাঁরা কাজ করছেন, সেই সংস্থা বম্বে হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা করে বিচার চেয়েছে। আদালতও গুরুত্ব বুঝে মামলা শুনতে রাজি হয়েছে। দাবি করা হয়েছে, বৈধ ভিসায় এই চিনা বিশেষজ্ঞরা ভারতে এসেছিলেন। তবে চলে যেতে বলায় অনেকে চলে গিয়েছেন।

সংস্থা আদালতে জানিয়েছে, প্লান্টে মোবাইল ফোন তৈরি, জুড়ে দেওয়া ও ডিজাইনের কাজ হয়। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে এই প্রকল্প অঙ্গাঙ্গীভাবে জড়িত। ফলে তাদের কর্মীদের এভাবে হেনস্থা করা নিয়েই আবেদনে জানানো হয়েছে।

জানা গিয়েছে, গত সাত মাসে সংস্থা ভারতে ৫৫ লক্ষ মোবাইল তৈরি করেছে। বিকল হওয়া কিছু মেশিন দেখতে ও অন্যান্য কাজে চিনা বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছিল। পিটিশনে জানানো হয়েছে, এই ধরনের শিল্পে টেকনিক্যাল বিশেষজ্ঞরা আসতেই থাকেন। এমনভাবে বাধা দেওয়া হলে সংস্থার কাজ করা মুশকিল হয়ে যাবে। এখন দেখার শুক্রবার শুনানিতে আদালত কী ব্যবস্থা নেয়।

English summary
60 Chinese experts visiting desi mobile company told to leave India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X