For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তিতলি' র দাপটে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন, বাতিল বহু ট্রেন

বিধ্বংসী 'তিতলি'-র দাপটে বিপর্যস্ত রেল পরিষেবা। এই ঘূর্ণি ঝড়ের দাপটে ইস্টকোস্ট রেলওয়েসের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মোট ৬টি ট্রেন বাতিল হয়েছে 'তিতলি'-র দাপটে।

  • |
Google Oneindia Bengali News

বিধ্বংসী 'তিতলি'-র দাপটে বিপর্যস্ত রেল পরিষেবা। এই ঘূর্ণি ঝড়ের দাপটে ইস্টকোস্ট রেলওয়েসের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মোট ৬টি ট্রেন বাতিল হয়েছে 'তিতলি'-র দাপটে।

তিতলি র দাপটে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন, বাতিল বহু ট্রেন

অন্ধ্রপ্রদেশ তিতলির দাপটে একাধিক জায়গায় ক্ষয় ক্ষতির খবর আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত তিতলির কবলে প্রাণ হারিয়েছেন ৮ জন। বিধ্বংসী এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রেলস্টেশন। যার ফলে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে ভুবনেশ্বর-বিশাখাপত্তনম-ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস, বিশাখাপত্তনম-দীঘা এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

রেলসূত্রে জানা গিয়েছে, বহু জায়গায় ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে রেল। পলাসা-কোট্টাবোমালি, ব্রহ্মপুর-পলাসা পর্যন্ত রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরপর পরিস্থিতি খতিয়ে দেখার পরই ওই লাইনে রেলযোগাযোহ শুরু হবে বলে জানানো হয়েছে।

English summary
6 Trains Cancelled As Cyclone Titli Damages Railway Stations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X