For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিলাই ইস্পাত কারখানায় গ্যাস লিক হয়ে মৃত কমপক্ষে ৬, আহত ৩০ জন

Google Oneindia Bengali News

ভিলাই গ্যাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৬, আহত ৩০ জন
রায়পুর, ১৩ জুন : ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত কারখানায় গ্যাস লিক করে ২ ডেপুটি জেনারেল ম্যানেজার সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হল। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মৃতদের মধ্যে ৪ জন প্লান্টের কর্মী ছিলেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদম্প হাউস জলে প্লাবিত হয়ে গেলে গ্যাস লিকের বিষয়টি প্রথম কর্তৃপক্ষের নজরে আসে। আহতদের মধ্যে রয়েছেন সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স) কর্মী ও আধিকারিক রয়েছেন। আহতদের জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তাঁদের আইসিইউতে ভর্তি করা হয়েছে।২ নম্বর পাম্পিং স্টেশনে গণ্ডগোলের জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছেন কর্তৃপক্ষ।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রমন সিং। টুইটারে টুইট করে গ্যাস দুর্ঘটনায় পীড়িতদের সমবেদনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে ভিলাইয়ের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই গ্যাস দুর্ঘটনায় আহত ও মৃতদেহ পরিবারের যাবতীয় সাহায্য করতে প্রস্তুত তারা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্তকারী দল গঠন করা হবে, যারা এই দু৪ঘটনার বিভিন্ন দিক ও সম্ভাবনাগুলি খতিয়ে দেখবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য ১৯৮৪ সালে ভোপালে কীটনাটক কারখানায় গ্যাস লিক কর বহু মানুষ মারা গিয়েছিলেন। সরকারি হিসাবে ভোপাল দুর্ঘটনায় মতের সংখ্যা ছিল ২২৫৯। কিন্তু বেসরকারি সংখ্যা তার চেয়ে অনেক বেশি ছিল। সেবার কারখানায় মিথেন আইয়োসিনেট গ্যাস ও অন্যান্য় রাসয়নিকের জেরে এই ব্যপক হারে মৃত্যু হয়েছিল কারখানার শ্রমিক কর্মীদের। বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয় বলেই গণ্য হয় এই দুর্ঘটনা।

English summary
Six Dead, Over 30 Injured After Gas Leak at Bhilai Steel Plant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X