For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪জি এর থেকে ১০ গুণ দ্রুত হবে ৫ জি পরিষেবা , জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Array

Google Oneindia Bengali News

ভারতে এবার ৫ জি পরিষেবা শুরু হতে চলেছে। গতকালই তা জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় মন্ত্রক জানাচ্ছে যে ভারত যে ৫ জি পরিষেবা পেতে চলেছে তা ৪জি এর চেয়ে ১০ গুণ দ্রুত হবে। 2023 সালের মার্চের মধ্যে এই দুরন্ত পরিষেবা দেশে শুরু হবে বলা জানা গিয়েছে।

কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ?

কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ?

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ৫জি স্পেকট্রামের জন্য মন্ত্রিসভা নিলামের অনুমোদন দিয়েছে। ২০ বছরের বৈধতার সাথে, মোট ৭২ গিগাহার্টজ (গিগাহার্টজ) স্পেকট্রাম জুলাইয়ের শেষ নাগাদ নিলামে তোলা হবে।

"টেলিকম হল ডিজিটাল ব্যবহারের প্রাথমিক উৎস, এবং টেলিকমে উন্নতি আনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের নিজস্ব ৪জি স্ট্যাক রয়েছে। এতে রয়েছে রেডিও এবং হ্যান্ডসেট। এবার ৫জি প্রযুক্তির জন্য একইরকম বিষয়গুলি নজরে রাখা হচ্ছে।" বৈষ্ণব বর্তমানে ভিভা টেক ইভেন্টের জন্য প্যারিসে আছেন। স্টার্টআপদের জন্য একটি ইভেন্ট এটি। সেখান থেকেই এই কথা জানিয়েছেন তিনি।তিনি যোগ করেছেন, "ল্যাবে ৫ জি টেলিকম পরিষেবা তৈরি হয়ে গিয়েছে। ২০২৩ সালের মার্চের শেষ নাগাদ, ৫ জি বাজারে আসার জন্য প্রস্তুত হয়ে যাবে। "

কী বলেছে সরকার ?

কী বলেছে সরকার ?

বুধবার, সরকার, একটি বিবৃতিতে বলেছে যে স্পেকট্রাম নিলাম পরিচালনার জন্য টেলিযোগাযোগ বিভাগের একটি প্রস্তাব দেওয়া হবে। জনসাধারণ এবং উদ্যোগগুলিকে ৫জি পরিষেবা দেওয়ার জন্য সফল দরদাতাদের কাছে স্পেকট্রাম বরাদ্দ করা হবে।"

কোথায় কোথায় মিলবে পরিষেবা ?

কোথায় কোথায় মিলবে পরিষেবা ?

প্রাথমিকভাবে যা খবর মিলছে সেই অনুযায়ী প্রথম দিনেই ভারতের সর্বত্র ৫ জি পরিষেবা চালু হবে না। প্রথম দেশের ১৩টি স্থানে এটি এর যাত্রা শুরু কবে। এই তালিকায় রয়েছে মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, গুরুগ্রাম, পুণে, লখনউ, হায়দরাবাদ, আহমেদাবাদ, গান্ধীনগর, জামনগর, এর মতো শহরগুলি।

জানা গিয়েছে এর জন্য কাজ ইতিমধ্যেই সমস্ত স্থানে। ১৩টি শহরে স্থাপিত হয়েছে ট্রায়াল সাইট। এরপরে গোটা দেশে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে। জানা গিয়েছে যে এই ৫ জি পরিষেবা কার্যকর করার ব্যাপারে গত ৩ বছর ধরে কাজ চলছে, যা এখন শেষের পথে। কাজ করছে ৮টি এজেন্সি। তাঁরাই এতদিন ধরে ৫জিকে সঠিকভাবে দেশে আনার জন্য লাগাতার কাজ করে চলেছে । জানা গিয়েছে যে এই পরিষেবা দিতে কাজ করছে আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি কানপুর।

টুইটে কি বলেছেন বৈষ্ণব ?

টুইটে কি বলেছেন বৈষ্ণব ?

মন্ত্রী বলেছেন যে, "ভারতীয় টেলিকমের জন্য একটি নতুন যুগের সূচনা করবে এই ৫জি। সেই সময় খুব বেশি দূরে নয় যখন ভারত ৫জি প্রযুক্তি এবং ৬জি প্রযুক্তির ক্ষেত্রে একটি প্রধান দেশ হিসাবে কাজ শুরু করবে।"

English summary
central ministry says 5G will be 10 times faster than 4G
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X