For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫জি স্পেকট্রাম নিলাম শেষে কেন্দ্রের আয় ১.৫ কোটি টাকা, চার সংস্থার মধ্যে এগিয়ে রিলায়েন্স জিও

৫জি স্পেকট্রাম নিলাম শেষে কেন্দ্রের আয় ১.৫ কোটি টাকা, চার সংস্থার মধ্যে এগিয়ে রিলায়েন্স জিও

Google Oneindia Bengali News

এক সপ্তাহ আগেই ৫জি স্পেকট্রাম নিলাম শুরু হয়েছিল। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জানিয়েছেন, ৫জি স্পেকট্রাম নিলাম শেষ হয়েছে। এখানে সরকার ১.৫ লক্ষ কোটির বেশি টাকা কেন্দ্র আয় করেছে। তিনি জানিয়েছেন, রিলায়েন্স জিও ৫জি স্পেকট্রাম নিলামে সব থেকে বেশি অধিগ্রহণ করেছে।

সব থেকে বেশি অধিগ্রহণ রিলায়েন্স জিওয়ের

সব থেকে বেশি অধিগ্রহণ রিলায়েন্স জিওয়ের

মঙ্গলবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট স্পেকট্রাম ৭২,০৯৮ মেগাহার্টজের মধ্যে ৪০ রাউন্ড বিডিংয়ের মাধ্যমে ৭১ শতাংশ বিক্রি হয়ে গিয়েছে। ৫১,২৩৫ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে। যার বিনিময়ে কেন্দ্র ১,৫০ ,১৭৩ কোটি টাকা আয় করেছে। যে পরিমাণ স্পেকট্রাম বিক্রি হয়েছে, তার সাহায্যে সম্পূর্ণ দেশে ৫জি পরিষেবা দেওয়া সম্ভব। সব থেকে বেশি অধিগ্রহণ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম শাখা রিলায়েন্স জিও। সংস্থাটি ৮৮ হাজার কোটি টাকার বেশি ৫জি স্পেকট্রামের বিড গ্রহণ করেছে। জিও ২২টি সার্কেলের ৭০০ মেগাহার্টজ অধিগ্রহণ করেছে।

কোথায় অবস্থান করছে বাকি সংস্থাগুলো

কোথায় অবস্থান করছে বাকি সংস্থাগুলো

নিলামে আরও তিনটি সংস্থা অংশগ্রহণ করেছিল। তারমধ্য ভারতীয় এয়ারটেল ৪৩,০৮৪ কোটি টাকার ৫জি স্পেকট্রামের বিড গ্রহণ করেছে। ভারতীয় এয়ারটেল ১৯,৮৬৭ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। জিও-এর পর ভারতীয় এয়ারটেল সব থেকে বেশি অধিগ্রহণ করেছে। এরপরেই রয়েছে আইডিয়া-ভোডাফোন। ১৮,৭৯৯ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে আইডিয়া-ভোডাফোন। আদানি গোষ্ঠী ২১২ কোটি টাকর ৪০০ মেগাহার্টজের স্পেকট্রাম কিনেছে বলে মন্ত্রী জানিয়েছেন।

শীঘ্রই আসতে চলেছে ৫জি পরিষেবা

শীঘ্রই আসতে চলেছে ৫জি পরিষেবা

রিলায়েন্স জিও-এর তরফে জানানো হয়েছে, জিও দেশব্যাপী অল-আইপি নেটওয়ার্ক, দেশীয় ৫জি স্ট্যাক প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই যুক্ত করবে। ভারতে জিও খুব কম দিনের মধ্যেই ৫জি পরিষেবা নিয়ে আসবে। ভারত জুড়ে ৫জি প্রদানকারী একটি মাত্র সংস্থা হয়ে উঠবে। দেশের সাধারণ মানুষকে স্বল্পমূল্যে ৫জি পরিষেবা দিতে প্রস্তুত জিও বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

সাইবার নিরাপত্তা বাড়াতে ৫জি

সাইবার নিরাপত্তা বাড়াতে ৫জি

এক সপ্তাহ আগে ৫জি স্পেকট্রাম নিলাম শুরু হয়েছিল। সেই সময় মনে করা হয়েছিল, আদানি গোষ্ঠীর সঙ্গে রিলায়েন্সের জিও-এর জোর প্রতিযোগিতা হবে। নিলামের শুরু থেকেই এগিয়ে ছিল রিলায়েন্স জিও। অন্যদিকে, আদানি ডেটা নেটওয়ার্ক লিমিডেট প্রথমবারের জন্য এই ধরনের নিলামে অংশগ্রহণ করছিল। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে আদানী গোষ্ঠীর তরফে জানানো হয়, মোবাইলে ৫জি পরিষেবা প্রসারের কোনও অভিপ্রায় নেই। আদানি গোষ্ঠী মূলত ব্যক্তিগত নেটওয়ার্কের পাশাপাশি বিমান বন্দর ও বন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করতে ব্যবহার করবে। জানা যাচ্ছে, এই মুহূর্তে মোবাইল পরিষেবার ক্ষেত্রে আম্বানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও ইচ্ছা আদানি গোষ্ঠীর নেই।

পৃথিবী হঠাৎই স্বাভাবিকের থেকে দ্রুত ঘুরছে! তবে কি ধ্বংসের দিকে এগিয়ে চলেছে এই গ্রহপৃথিবী হঠাৎই স্বাভাবিকের থেকে দ্রুত ঘুরছে! তবে কি ধ্বংসের দিকে এগিয়ে চলেছে এই গ্রহ

English summary
5G spectrum auction end with total bids over 1.5 lakh crore rupees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X