For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই তালিকায় দেশে সবার আগে বিজেপি

দেশের ৫৮ জন আইনপ্রণেতার বিরুদ্ধে 'হেট স্পিচ' বা বিদ্বেষভরা ভাষণ দেওয়ার মামলা রয়েছে। তারমধ্যে বিজেপির ২৭ জন।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

ঘৃণার ছড়াছড়ি। আর কি বলা যায়? দেশের ৫৮ জন আইনপ্রণেতার বিরুদ্ধে 'হেট স্পিচ' বা বিদ্বেষভরা ভাষণ দেওয়ার মামলা রয়েছে। শেষ লড়া নির্বাচনে তারা সেকথা ঘোষণা করেছেন। অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্ল্যু)-র তৈরি এক রিপোর্টে এতথ্য় প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে ঘৃণা বর্ষণে সবচেয়ে এগিয়ে আছেন বিজেপির এমএলএ-এমপিরাই।

এই তালিকায় দেশে সবার আগে বিজেপি

[আরও পড়ুন: মোদীর সমালোচনা করতে গিয়ে নিজের দল কংগ্রেসের গোলেই বল ঢোকালেন আহমেদ প্যাটেল ][আরও পড়ুন: মোদীর সমালোচনা করতে গিয়ে নিজের দল কংগ্রেসের গোলেই বল ঢোকালেন আহমেদ প্যাটেল ]

মজার তথ্য হল, এই রিপোর্টে দেখা যাচ্ছে অনেক অভিযুক্ত এমএলএ -এমপিই হেট স্পিচ দিয়েছেন পরস্পরের বিরুদ্ধেই। লোকসভায় এরকম ১৫ জন সদস্য আছেন। অবশ্য রাজ্যসভার কোনও সাংসদের বিরুদ্ধে এরকম অভিযোগ নেই। লোকসভার অভিযুক্ত সদস্যদের মধ্য়ে সবচেয়ে বিজেপি সাংসদই বেশি। তাদের আছে ১০ জন। বাকিরা, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ), তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস), পাত্তালি মাক্কাল কাটচি (পিএমকে) ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের।

[আরও পড়ুন: জামিন মিলল প্রাণ বাঁচিয়ে 'অপরাধী' হওয়া গোরক্ষপুরের সেই ডাক্তারের][আরও পড়ুন: জামিন মিলল প্রাণ বাঁচিয়ে 'অপরাধী' হওয়া গোরক্ষপুরের সেই ডাক্তারের]

অভিযুক্ত এমএলএ বা বিধায়কের সংখ্যাতেও সবাইকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি। ঘৃণা ভরা ভাষণ দেওয়ার জন্য মামলা হয়েছে ১৭ জন বিজেপি বিধায়কের। এছাড়া পাঁচজন সকরে বিধায়ক আছেন টিআরএস ও এআইএমএম-এর, তিনজন করে তেলগু দেশম পার্টি (টিডিপি)-র। পিছিয়ে নেই তৃণমূলও। তাদেরও দুই সাংসদের বিরুদ্ধে হেট স্পিচের মামলা আছে। তাদের মতোই তালিকায় দুজন করে বিধায়ক আছে জাতীয় কংগ্রেস (আইএনসি), জেডিইউ, এবং এসএইচএস-এর। আর একজন করে বিধায়ক ঘৃণাভরা মন্তব্য করে অভিযুক্ত হয়েছেন ডিএমকে, বহুজন সমাজ পার্টি এবং সপা-র। এছাড়াও তালিকায় আছেন দুজন নির্দল বিধায়কও।

তালিকায় পরিচিত মুখের মধ্যে রয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল এবং কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।

[আরও পড়ুন: ধর্ষণ-রাজধানী দিল্লির দুই প্রান্তে দুই নাবালিকা যাদের লালসার শিকার হল][আরও পড়ুন: ধর্ষণ-রাজধানী দিল্লির দুই প্রান্তে দুই নাবালিকা যাদের লালসার শিকার হল]

English summary
58 MPs, MLAs accused in hate speech-related cases while BJP on top of list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X