For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমের ৫৬ শতাংই বিধায়কই কোটিপতি! শীর্ষ তালিকায় তাবড় তাবড় বিজেপি নেতা

অসমের বিধায়কদের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন আপনিও

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে বাংলা, তামিলনাড়ু, কেরলের পাশাপাশি বিধানসভা ভোটের উত্তাপ বাড়ছে অসমেও। এদিকে ভোটের আগেই সামনে এসে পড়ছে অসমের বিধায়কদের সম্পত্তির খতিয়ান। যা দেখে চমকে উঠছেন সকলে। সেখানে দেখা যাচ্ছে অসমের মোট এমএলএদের মধ্যে ৫৬ শতাংশের ১ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে।

সামনে এল এডিআর-এডাব্লু রিপোর্ট

সামনে এল এডিআর-এডাব্লু রিপোর্ট

এমনকী এই তালিকায় রয়েছেন চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শৰ্মার মতো বিজেপি নেতাও। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং অসং ইলেকশন ওয়াচের (এডাব্লু) তরফে এই খতিনা সামনে আনা হয় বলে জানা যাচ্ছে। বর্তমানে ১২৬ জন বিধায়কের মধ্যে ১১৯ জনের সম্পত্তির খতিয়ান যাচাই করা হয় বলে জানা যাচ্ছে। তারপরেই সামনে আসে এই চমকপ্রদ তথ্য।

১১৯ জন বিধায়কের মধ্যে ৬৭ জনই কোটিপতি

১১৯ জন বিধায়কের মধ্যে ৬৭ জনই কোটিপতি

বর্তমান প্রকাশিত রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে এই ১১৯ জন বিধায়কের মধ্যে ৬৭ জনই কোটিপতি। এমনকী কোটিপতিদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে অসম গণ পরিষদের (এজিপি) বিধায়ক নরেন সোনোয়াল। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকার কাছাকাছি বলে জানা যাচ্ছে। তিনিই সবথেকে ধনী বিধায়ক বলে জানা যাচ্ছে।

 ধনী বিধায়কদের তালিকায় কারা কারা রয়েছেন ?

ধনী বিধায়কদের তালিকায় কারা কারা রয়েছেন ?

অন্যদিকে সবথেকে কম অর্থবান বিধায়ক হিসাবে সবার নীচে রয়েছেন এআইইউডিএফের সাহাব উদ্দিন আহমেদ। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৮২ লক্ষ টাকা বলে জানা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য ধনী বিধায়কদের তালিকায় রয়েছেন বিজেপির নারায়ণ ডেকা। যার সম্পত্তির পরিমাণ ১৭.২ কোটি টাকা। অন্যদিকে আবার তালিকায় রয়েছেন আইইউডিএফের আবদুর রহিম আজমল। যার সম্পত্তির পরিমাণ ১৩.১১ কোটি টাকা।

মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত ?

মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত ?

অন্যদিকে 'গরিব' বিধায়কদের তালিকায় সাহাব উদ্দিন আহমেদের পরেই রয়েছেন এআইইউডিএফের মামুন ইমদাদুল হক চৌধুরীর নাম। তার সম্পত্তির পরিমাণ ৬.৩৫ লক্ষ টাকা বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিজেপির তেরশ গোয়াল্লার সম্পত্তির পরিমাণও ৮.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে রিপোর্ট অনুযারী বর্তমানে অসমের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১.৮৫ কোটি টাকা। সেখানে হিমন্ত বিশ্ব শর্মার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬.৩৮ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

লালকেল্লা কাণ্ড : কীভাবে কৃষকদের আন্দোলন 'হাইজ্যাক' করল এক কট্টরপন্থী অভিনেতা! লালকেল্লা কাণ্ড : কীভাবে কৃষকদের আন্দোলন 'হাইজ্যাক' করল এক কট্টরপন্থী অভিনেতা!

English summary
As many as 57 per cent MLAs in Assam are millionaires, says ADR report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X