For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৫৬টি ন্যাশান্যাল হাইওয়ে প্রকল্প বর্তমানে বিলম্বিত হচ্ছে : নীতিন গড়করি

৫৫৬টি ন্যাশান্যাল হাইওয়ে প্রকল্প বর্তমানে বিলম্বিত হচ্ছে : নীতিন গড়করি

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফে জানানো হয় ৫৫৬টি জাতীয় মহাসড়ক প্রকল্প নির্ধারিত সময়ের থেকে পিছনে চলছে কিন্তু কোনও প্রকল্পই স্থগিত করা হয়নি। এই বিলম্বগুলি মূলত ভূমি অধিগ্রহণ এবং পরিবেশ, বন ও বন্য সংরক্ষণের বিষয়গুলি দেখভালের জন্যই হয়েছে বলে এই লোকসভায় জানান সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।

৫৫৬টি ন্যাশান্যাল হাইওয়ে প্রকল্প বর্তমানে বিলম্বিত হচ্ছে : নীতিন গড়করি

এই প্রকল্পগুলি দ্রুত শেষ করার জন্য ইতিমধ্যেই সরকারি ভাবে একাধিীকক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভূমি অধিগ্রহণ ও পরিবেশ গত সমস্যা দূর করতে অন্যান্য মন্ত্রকের সাথে যৌথ উদ্যোগে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রশাসন ও ঠিকাদারদের সাথেও এই বিষয়ে বিভিন্ন পর্যায়ের বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকল্প গুলি নির্ধারিত সময় সীমার থেকে পিছিয়ে যাওয়া সরকরি ব্যায়ভারও যে বেড়ে যাচ্ছে তা কার্যত এদিন স্বীকার করে নেন তিনি। আগামীতে এই সমস্য কী ভাবে দূর করা যায় সেই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, “ বর্তমানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ জমি পাওয়া গেলে তবেই বাকি কাজের জন্য সরকারি ভাবে ছাড়পত্র দেওয়া হবে।”

নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অসমে বিক্ষোভনাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অসমে বিক্ষোভ

English summary
556 national highway projects are currently being delayed nitin gadkari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X