For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসতর্কতার কারণে নাগপুরে একজন ব্যক্তির থেকে করোনা সংক্রমিত ৫৫

অসতর্কতার কারণে নাগপুরে একজন ব্যক্তির থেকে করোনা সংক্রমিত ৫৫

  • |
Google Oneindia Bengali News

খামখেয়ালি ও অসতর্কতার জন্য দিকে দিকে ক্রমেই আরও ভায়বহ চেহারা ধারণ করছে করোনা ভাইরাস। লকডাউনের তোয়াক্কা না করে অপ্রয়োজনেই দিকে দিকে বাইরে বেরোতে দেখা যাচ্ছে মানুষকে।

বিপদের মুখে প্রায় ২০০ জন

বিপদের মুখে প্রায় ২০০ জন

এদিকে লকডাউন নিশ্চিত করতে কয়েকদিন আগেই আরও কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। ঘটনাস্থালেই লকডাউন অমান্যকারীর বিরুদ্ধে তত্ক্ষণাত ব্যবস্থা নিতে তৈরি হয়েছে আন্তঃরাষ্ট্রীয় দল। এবার অসতর্কতার জন্য এক ব্যক্তির থেকে করোনা সংক্রমণের মুখে পড়লেন ৫৫ জন। বিপদ বাড়ল আরও প্রায় ২০০ জনের।

সংক্রমণ ছড়ায় পরিবারের প্রায় ১৮ জনের মধ্যে

সংক্রমণ ছড়ায় পরিবারের প্রায় ১৮ জনের মধ্যে

গত ১৮ই এপ্রিল নাগপুর নিবাসী বছর আটষট্টির আবদুল লতিফের করোনায় মৃত্যু হয়। সূত্রের খবর, ওই ব্যক্তির নিজের পরিবারেরই ১৮ জনের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রথমে আবদুল লতিফের শরীর থেকে করোনার সংক্রমণ তার ছেলের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে তার সংস্পর্শে এসে পরিবারের বাকীদের শরীরেও থাবা বসায় করোনা।

প্রতিবেশীদের মধ্যে খোঁজ মিলেছে প্রায় ৪৯ জনের

প্রতিবেশীদের মধ্যে খোঁজ মিলেছে প্রায় ৪৯ জনের

এরপর সংক্রমিত হয় আবদুল লতিফের তিন বিবাহিত মেয়ের পরিবারও। সূত্রের খবর, প্রথম ষাটোর্ধ্ব ওই প্রৌঢ়ের শারীরিক অসুস্থতা ও বেশ কিছু উপসর্গ দেখা দিলেও তার করোনা সংক্রমণের টের পাওয়া যায়নি। সেই সময় তাকে দেখতে তার বাড়িতে আসেন বেশ কিছু আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরাও। পরবর্তীকালে তাদের শরীরেও থাবা বসায় করোনা। এখনও পর্যন্ত এরকম প্রায় ৪৯ জনের খোঁজ মিলেছে বলে খবর।

আব্দুল পরিবারের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন

আব্দুল পরিবারের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন

বর্তমানে এলাকার ওষুধের দোকান., মুদির দোকান সহ আরও বেশ কিছু দোকানকে চিহ্নিত করা হয়েছে। যেখানে গত কয়েকদিনে যাতায়ত ছিল আব্দুলের পরিবারের। প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছ। যদিও কোনও ব্যক্তির করোনা সংক্রান্ত কোনও উপসর্গ দেখা দিলেই তাকে প্রাথমিক ভাবে কোয়ারেন্টাইনে থাকতে বলছে সরকার। সেখানে আব্দুলের পরিবারের লোকজন এতটা অতসর্ক কী করে হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

করোনায় তথ্য বিকৃতির অভিযোগে সুজনের বিরুদ্ধে এফআইআর! আইনের পথে লড়াই, বলল সিপিএমকরোনায় তথ্য বিকৃতির অভিযোগে সুজনের বিরুদ্ধে এফআইআর! আইনের পথে লড়াই, বলল সিপিএম

English summary
55 people infected with corona a person in nagpur due to negligence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X