For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৪ বছর পর নাগাল্যান্ড কি পাবে কোনও মহিলা বিধায়ক! শুরু হল দিন গোনা

উত্তরপূর্বের সেভেন সিস্টার্সের অন্যতম নাগাল্যান্ড। রাজ্যের রাজনৈতির মানচিত্র গুরুত্বপূর্ণ ৫৪ টা বছর পার করেছে । এরমধ্যে সংগঠিত হয়ে গিয়েছে ১২ টি বিধানসভা নির্বাচন।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপূর্বের সেভেন সিস্টার্সের অন্যতম নাগাল্যান্ড। রাজ্যের রাজনৈতির মানচিত্র গুরুত্বপূর্ণ ৫৪ টা বছর পার করেছে । এরমধ্যে সংগঠিত হয়ে গিয়েছে ১২ টি বিধানসভা নির্বাচন। তবে এখনও কোনও মহিলাকে এরাজ্য বিধায়কের আসনে বসাতে পারেনি। সমস্ত আশা টিকে রয়েছে ২০১৮ সালের নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন ঘিরে।

৫৪ বছর পর নাগাল্যান্ড কী পাবে কোনও মহিলা বিধায়ক

আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে নির্বাচন। ফলাফল ৩ মার্চ। ৬০ আসনের বিধানসভায় নাগাল্যান্ডে ১৯৫ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে মাত্র ৫ জন মহিলা প্রার্থী। আর এই ৫ জন মহিলা প্রার্থীকে গিরেই নাগাল্যান্ড স্বপ্ন দেখছে রাজনৈতিক আঙিনায় সেরাজ্যের মহিলাদের দাপুটে পদাপর্ণের। নাগাল্যান্ডে নবগঠিত ন্যাশনলিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য রেখা রস ডুকরু। তিনি নাগাল্যান্ডের শিজামি কেন্দ্র থেকে লড়ছেন। এছাড়াও বিজেপি-র বারিং রাখিলা, এলডিপিপি-র অওন কন্যাক, চিকিৎসক মাঙ্গিয়াংপুলা, লড়ছেন ২০১৮ সালের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে।

প্রত্যেকজন মহিলা প্রার্থীই অপেক্ষা করে রয়েছেন এই রাজনৈতিক লড়াই জেতার জন্য। এঁদের মধ্যে বিজেপি-র রাখিলার দাবি, পুরুষরা যা করতে পরেননি , তা তিনি করে দেখিয়ে দেবেন। এদিকে, নাগা মাদার্স অ্যাসোসিয়েশন মুখিয়ে রয়েছে প্রথমবার কোনও মহিলা বিধায়ককে দেখবার জন্য। এরাজ্যের একমাত্র মহিলা সাংসদ রানো শিয়াজ, যিনি ১৯৭৭ সালে প্রথম সাংসদ হিসাবে নির্বাচিত হন। ২০১৫ সালে তাঁর জীবনাবসান হয়। তারপর থেকে নাগাল্যান্ডের মানচিত্রে মহিলা নেত্রী বা সংসাদ , বিধায়কের দাপট দেখেনি রাজ্যের মানুষ।

English summary
54 years later Nagaland yet to elect a woman candidate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X